Search
Close this search box.
Search
Close this search box.

বিদ্যুৎহীন সচিবালয়, বন্ধ দাপ্তরিক কার্যক্রম

 

chardike-ad

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে এসেছে। কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের জন্য খুলে দেওয়া হয়েছে একটি ফটক। কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করলেও দাপ্তরিক কাজকর্ম হচ্ছে না। কারণ অগ্নিকাণ্ডের পর পুরো সচিবালয় বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কর্মকর্তা-কর্মচারীরা যে যার মতো অবস্থান নিয়ে দাঁড়িয়ে বা বসে আছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টা বাজলেও খোলা হয়নি কোনো দপ্তর। অনেক দপ্তর তালাবদ্ধ রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সচিবালয়ের ভেতরে প্রবেশ করলেও কোনো কক্ষে প্রবেশ করা হচ্ছে না। পুরো সচিবালয় বিদ্যুৎহীন রয়েছে। কিছু স্থানে জেনারেটর চললেও অধিকাংশ স্থান বিদ্যুৎহীন রয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সকাল ৯টায় সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

এদিকে সকালে সচিবালয়ের সামনে বিফ্রিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, রাত ১টা ৫২ মিনিটে আমরা মেসেজ পাই সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। ১টা ৫৪ মিনিটের মধ্যে আমাদের ইউনিট পৌঁছে যায়। এখানে ১৯টি ইউনিট কাজ করেছে। এর মধ্যে ১০টি ইউনিট সরাসরি কাজ করেছে। এখানে গাড়ি প্রবেশে কিছুটা সীমাবদ্ধতা আছে। বিশেষ করে বড় গাড়িগুলো ঢোকানো কঠিন ছিল।

তিনি বলেন, কী কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।

একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। প্রথমধাপে এসে একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে পাইপে লাইন সংযোগ দিচ্ছিল। এ সময় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয়।

এই ভবনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, সড়ক পরিবহন সেতু বিভাগ রয়েছে।