Search
Close this search box.
Search
Close this search box.

ইসরায়েলি হামলায় গাজায় ৫ সাংবাদিক নিহত

 

chardike-ad

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় ৫ সাংবাদিক নিহত হয়েছেন। ভূখণ্ডটির একটি হাসপাতালের পাশে ইসরায়েল হামলা চালালে প্রাণ হারান তারা। নিহত হওয়ার সময়ও ওই সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার আনাস আল-শরিফ বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে ঘটনাবলী কভার করছিলেন এবং সেসময়ই তাদের ব্রডকাস্টিং গাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল।

হামলার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ফুটেজে একটি গাড়িকে আগুনে পুড়ে যেতে দেখা যাচ্ছে। পুড়তে থাকা সাদা রঙের ওই গাড়ির পেছনে বড় লাল অক্ষরে ‘প্রেস’ শব্দটি দেখা যাচ্ছে।

নিহত সাংবাদিকদের নাম ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান এবং আয়মান আল-জাদি।

কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো নিহতদের লাশ উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে আগুন নিভিয়েছে।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে এই হামলা ও হত্যাকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে এই মাসের শুরুতে এক সপ্তাহের ব্যবধানে ইসরায়েলের হামলায় চার ফিলিস্তিনি সাংবাদিকের নিহত হওয়ার নিন্দা করেছিল কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিডিয়ার বিরুদ্ধে হামলার জন্য এই দেশটিকে জবাবদিহি করার আহ্বানও জানিয়েছিল সংস্থাটি।