Search
Close this search box.
Search
Close this search box.

ঢাকা মহানগর ছাত্রদলের ৪ ইউনিটের কমিটিতে পদ পেলেন যারা

 

chardike-ad

ঢাকা মহানগর চারটি ইউনিটের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের আংশিক কমিটি প্রকাশ করা হলো। সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক কমিটি অনুমোদন করা হলো।

ঢাকা মহানগর উত্তর : ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের ১৪ সদস্য আংশিক বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সভাপতি পদে মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান লিপকনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে পদ পাওয়া অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রবিউল আওয়াল ভূঁইয়া রবি, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক সুমন, সহ-সভাপতি ফখরুল ইসলাম ফাহাদ, সহ-সভাপতি ইমাম হোসেন নির্জন, সহ-সভাপতি আসাদুল শিকদার, সহ-সভাপতি ইমরান খান সনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির হাসান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আহম্মদ ইরফান ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম।

ঢাকা মহানগর দক্ষিণ : ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা দেওয়া হয়। এ কমিটিতে সভাপতি হলেন, শামীম মাহমুদ এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া। কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাহমুদ উল্লাহ মাহমুদ, সহ-সভাপতি ইব্রাহিম সরকার, সহ-সভাপতি রুবেল আহমেদ রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেদোয়ান হিমেল এবং সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী রবিন।

ঢাকা মহানগর পূর্ব : ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির সভাপতি হলেন, মো. সোহাগ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান মজুমদার। কমিটিতে পদ পাওয়া অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য, সহ-সভাপতি আরমান হোসেন বাপ্পী, সহ-সভাপতি মো. আক্তার হোসেন, সহ-সভাপতি বায়োজিদ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদ উল ইসলাম তানজীম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সরকার এবং সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন আবিদ।

ঢাকা মহানগর পশ্চিম: ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি দেওয়া হয়। এ কমিটিতে সভাপতি হলেন, মো. রবিন খান এবং সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি: গোলাম মাওলা গোলাপ, সহ-সভাপতি মো. কাউছার খাঁন, সহ-সভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া খান সিজার এবং সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল।