মডেল মটো জি৩৫ মডেলের সবচেয়ে কম দামের স্মার্টফোন আনল মটোরোলা। ফোনটি সাশ্রয়ী দামের হলেও এতে একগুচ্ছ নতুন ফিচার রয়েছে। এই ফোনে পাবেন ৪কে ভিডিও রেকর্ডিং, ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ ১০০০ নিটস পিক ব্রাইটনেসের ডিসপ্লে, ভেগান লেদার ডিজাইন, ডুয়াল স্টেরিও স্পিকার ডলবি অ্যাটমস, স্মার্ট ওয়াটার টাচ প্রযুক্তি এবং আরও অনেক কিছু।
ভারতের বাজারে মটো জি৩৫ ফোনের দাম একদম সাধ্যের মধ্যে। কিন্তু ফিচার চমকে দেওয়ার মতো। অনেকেই বলছেন, এত কম দামে এই সব ফিচার পাওয়াটা স্বপ্নের মতো। কত দাম? কী কী ফিচার রয়েছে? দেখে নেওয়া যাক।
স্পেসিফিকেশন এবং ফিচার
মটো জি৩৫ মডেলে দেওয়া হয়েছে ৬.৭ ইঞ্চির বড় ডিসপ্লে। চারপাশটা মিনিমাল বেজেল দিয়ে তৈরি। নিচে চওড়া চিন এবং পাঞ্চহোল ডিসপ্লে ডিজাইন রয়েছে।
প্যানেলে কর্নিং গরিলা গ্লাস ৩-এর প্রটেকশন রয়েছে। এটি ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্জ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। মটোরোলা জানিয়েছে, ইউজাররা ভেজা হাতেও ভেজা হাতেও এই ফোন ব্যবহার করতে পারবেন। বাজেট ফোনের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার।
ফোনের ব্যাক সাইডে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে।
মটোরোলা দাবি করেছে, ইউজাররা এই ফোনে ৪কে রেজল্যুশনের ভিডিও রেকর্ড করা যাবে। বাজেট ফোনে যা বিরল।
ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসের ভেতরে রয়েছে ইউনিসক টি৭৬০ চিপসেট। ইউজাররা এক বছরের অ্যানড্রয়েড ওএস আপগ্রেড এবং ৩ বছরের সিকিউরিটি আপডেট পাবেন। বর্তমানে অ্যানড্রয়েড ১৪ ওএসে চলছে এই স্মার্টফোন।
ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি, যা ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি সম্ভবত ফোনের সঙ্গে চার্জারও দেবে। তবে বিষয়টা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
মটো জি৩৫ ফোনে আইপি৫২ রেটিং রয়েছে। কোম্পানির দাবি, পানির ছিটে লাগলে ফোনের কোনো ক্ষতি হবে না। এতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, যা ডলবি অ্যাটমস সাপোর্ট করে। সব মিলিয়ে সাধ্যের মধ্যে স্বপ্নের স্মার্টফোন পেতে চলেছেন ফোনপ্রেমীরা।