বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসানকে (৩১) গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। সোমবার (২৩ ডিসেম্বর) দিনরাত ১টায় রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান রাজধানীর মোহাম্মদপুর বেড়ীবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আংশগ্রহণকারী মো. ইমরুল কায়েস ফয়সালকে (২৯) হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ।
ডিবি-লালবাগ ও মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে মোহাম্মদপুর বেড়ীবাঁধ তিন রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলন করছিলো।
মামলার বাদী মো. ইমরুল কায়েস ফয়সালও ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। সে সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আক্রমণকারীরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে ইমরুল কায়েস ফয়সাল গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাগ্রহণ করেন তিনি।
হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গত ২৬ সেপ্টেম্বর ওই ঘটনায় বাদি হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন ইমরুল।