Search
Close this search box.
Search
Close this search box.

মেলবোর্ন সাংবাদিকের সঙ্গে বাদানুবাদে জড়ালেন কোহলি

 

chardike-ad

অস্ট্রেলিয়ান এক সাংবাদিকের সঙ্গে মেলবোর্ন এয়ারপোর্টে বাদানুবাদের ঘটনায় ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে ‘ঝগড়াটে’ বলে অভিহিত করেছে অস্ট্রেলিয়ান মিডিয়া। বৃহস্পতিবার মেলবোর্নে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচে অংশগ্রহণের জন্য স্ত্রী আনুশকা শর্মা ও সন্তানদের সঙ্গে আসেন কোহলি।

ভারতীয় পাপারাজ্জিদের উদ্দেশ্যে এর আগেও সন্তানদের ছবি না তোলার অনুরোধ জানিয়েছিলেন কোহলি। তবে অস্ট্রেলিয়ার মতো দেশে যেখানে সেলিব্রিটিদের ছবি তোলা বা ভিডিও করা নিয়মসিদ্ধ, সেখানে এই নিয়ম প্রযোজ্য নয়।

মেলবোর্নে পৌঁছানোর পর অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেনের এক সাংবাদিক কোহলির পরিবারসহ একটি ভিডিও ধারণ করেন। এতে ক্ষুব্ধ হন কোহলি এবং সেই সাংবাদিককে ভিডিও মুছে ফেলার অনুরোধ করেন। তবে তিনি জানান, কেবল তার পরিবারের অংশটি মুছে ফেলতে হবে, তার নিজের ছবি বা ভিডিও রাখা যেতে পারে।

এই ঘটনার পর, নাইন স্পোর্টসের রিপোর্টার টনি জোনস কোহলিকে তীব্র আক্রমণ করে তাকে ‘বুলি’ বলে অভিহিত করেন। চ্যানেল সেভেনের সাংবাদিক ন্যাট ইয়োয়ানিডিসের সঙ্গে কোহলির আচরণকে ‘ক্ষমতার অপব্যবহার’ হিসেবে তুলে ধরেন তিনি।

জোনস বলেন, ‘কোহলি এই কারণে ক্ষিপ্ত হন যে, ক্যামেরাগুলি তার দিকে ফোকাস করেছিল। তিনি একজন বিশ্বখ্যাত ক্রিকেট তারকা, এমনটা হওয়াই তো স্বাভাবিক।’

‘কিন্তু সমস্যা হলো, তিনি ওই সাংবাদিক ন্যাট ইয়োয়ানিডিসকে বিশেষভাবে টার্গেট করেন। তিনি দুজন ক্যামেরাম্যান এবং এক সাংবাদিককে বলেন যে, তারা ঠিক আছে, কিন্তু সমস্যাটা সেই মেয়ের।

‘মনে হলো, বড় এক ‘মহান’ মানুষ বিরাট, যিনি মাত্র পাঁচ ফুট এক বা দুই ইঞ্চি লম্বা একজন মেয়ের উপর এমনভাবে চিৎকার করছেন। বিরাট, তুমি কিছুই নয়, তুমি শুধুই এক ভাড়াটে গুন্ডা।”

উল্লেখ্য, বর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হবে। সিরিজ বর্তমানে ১-১ সমতায় রয়েছে।