নোয়াখালীকে নবম প্রশাসনিক বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘সম্মিলিত নোয়াখালীবাসী’র আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। পরে স্মারকলিপি দিয়েছেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, আয়তন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও রেমিট্যান্সে এগিয়ে রয়েছে বৃহত্তর নোয়াখালী। এ অঞ্চলকে বঞ্চিত করে কুমিল্লাকে বিভাগ করা হলে উপকূলীয় প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠী আজীবন সুবিধাবঞ্চিত থেকে যাবে।
তারা বলেন, নোয়াখালী অঞ্চলের রয়েছে হাজার বছরের সুদৃঢ় সংস্কৃতি। তাই সময়ের প্রয়োজনে, বৃহত্তর জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে নোয়াখালীকে নবম প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি।
কর্মসূচিতে জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্য, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, গুণীজন, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।