পঞ্চগড় সদর উপজেলায় সীমান্ত এলাকা থেকে ওয়াসিম নামে ১৫ বছর বয়সী এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। সে সেনপাড়া এলাকার রেজাউল করীমের ছেলে।
বুধবার বিকেলে উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা।
এদিকে ধরে নিয়ে যাওয়া কিশোরকে দেশে ফেরাতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, সেনপাড়া সীমান্ত দিয়ে ৪-৫ জন কিশোর অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। সবাই পালিয়ে এলেও বিএসএফের হাতে ধরা পড়ে ওয়াসিম। পরে তাকে গোড়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের টোকাপাড়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম বলেন, ‘ওই কিশোরকে দেশে ফেরাতে কোম্পানি কমান্ডার পর্যায়ে আলোচনা হচ্ছে। আশা করছি রাতেই তাকে দেশে ফেরানো সম্ভব হবে।’
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, ‘ভারতে অনুপ্রবেশ রোধে আমরা সীমান্তবর্তী মানুষের মাঝে জনসচেতনামূলক সভা করছি। কেউ যাতে অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা না করে সেজন্য তাদের বোঝানো হচ্ছে।’