Search
Close this search box.
Search
Close this search box.

শামীম পাটোয়ারী সিরিজ জয়ের জন্য আত্মবিশ্বাসী

 

chardike-ad

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দীর্ঘ এক বছর পর জাতীয় দলে ফিরে এসেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শামীম পাটোয়ারী। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তার কার্যকর ইনিংসে ভর করে বাংলাদেশ ১৪৭ রানের সংগ্রহ পায় এবং ৭ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে যায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচের আগে শামীম জানালেন, ছন্দ ধরে রেখে সিরিজ জয়ের জন্য তারা আত্মবিশ্বাসী।

প্রথম ম্যাচে যখন শামীম ব্যাট করতে নামেন, তখন দল বেশ চাপের মুখে ছিল। তবে তিনি ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান। ৩টি ছক্কা ও ১টি চারের সাহায্যে ২৭ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন এই ব্যাটিং অলরাউন্ডার। তার এই ক্যামিও ইনিংসে বাংলাদেশ লড়াই করার মতো স্কোর দাঁড় করায়।

দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র প্রকাশিত ভিডিওতে শামীম বলেন, ‘প্রথম ম্যাচের উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। যখন আমি উইকেটে যাই, তখন মাথায় ছিল দ্রুত রান করার পরিকল্পনা। আমি জানতাম, রান করতে পারলে দল ভালো অবস্থায় পৌঁছাবে।’

দীর্ঘ বিরতির পর দলে ফিরে এমন পারফরম্যান্সে আত্মবিশ্বাসী শামীম আরও বলেন, ‘এক বছর পর দলে ফেরা আমার জন্য আনন্দের। এই ইনিংসটা আমার এবং দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে ভালো কিছু করতে পারব।’

সিরিজ জয়ের লক্ষ্য নিয়েও কথা বলেছেন শামীম। তিনি বলেন, ‘আমাদের সামনে সিরিজ জয়ের দারুণ সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী টি-টোয়েন্টি দল। কিন্তু আমরা বিশ্বাস করি, আরেকটি ম্যাচ জিততে পারলে সিরিজটা আমাদের হবে ইনশাআল্লাহ।’

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল তাদের এই আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে, সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের।