জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ম্যাঙ্গো’র প্রতিষ্ঠাতা এবং ধনকুবের ইসাক আন্দিক দুর্ঘটনায় মারা গেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) স্পেনের বার্সেলোনার কাছে গুহা পরিভ্রমণের সময় এই ঘটনা ঘটে। খবর বিবিসির।
৭১ বছর বয়সি আন্দিক গুহাসমৃদ্ধ পর্বতে পরিভ্রমণের সময় ১৫০ মিটার গভীর খাদে পড়ে যান। তার সঙ্গে ছিলেন তার ছেলে ও পরিবারের অন্য সদস্যরা। ঘটনাস্থলে বড় পরিসরের উদ্ধার অভিযান চালানো হয়।
স্প্যানিশ পুলিশ স্থানীয় সময় দুপুর ১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে। উদ্ধারকাজে একটি হেলিকপ্টার এবং বিশেষায়িত পর্বত উদ্ধার ইউনিট অংশ নেয়।
১৯৮৪ সালে বার্সেলোনায় ভাই নাহমানের সঙ্গে মিলে ম্যাঙ্গো প্রতিষ্ঠা করেন আন্দিক। বর্তমানে বিশ্বের ১২০টি দেশে প্রায় ৩ হাজার আউটলেট রয়েছে এই ব্র্যান্ডের। ফোর্বস ম্যাগাজিন আন্দিকের সম্পদের মূল্য ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বলে অনুমান করেছিল।
ম্যাঙ্গো’র সিইও টনি রুইজ এক বিবৃতিতে বলেন, ‘তার বিদায় আমাদের জন্য এক বিরাট শূন্যতার সৃষ্টি করেছে। তবে আমরা সবাই তার উত্তরাধিকার এবং সাফল্যের সাক্ষী। ম্যাঙ্গোকে তার স্বপ্নের প্রকল্প হিসেবে গড়ে তোলাই তার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা জানানো হবে।’
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আন্দিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘তার অসাধারণ কর্মদক্ষতা ও ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি স্প্যানিশ ফ্যাশনকে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছে।’
কাতালোনিয়ার সরকারপ্রধান সালভাদর ইলা রোকা আন্দিককে ‘পরিশ্রমী ব্যবসায়ী’ হিসেবে স্মরণ করে বলেন, ‘তিনি কাতালোনিয়াকে বিশ্বের কাছে তুলে ধরতে অসামান্য অবদান রেখেছেন।’
তুরস্কে জন্ম নেওয়া ইসাক আন্দিক ১৯৬০-এর দশকে তার পরিবারের সঙ্গে কাতালোনিয়ায় বসবাস শুরু করেন। মৃত্যুর সময় তিনি ম্যাঙ্গো’র নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ সালে ম্যাঙ্গো ৩ দশমিক ১ বিলিয়ন ইউরো আয় করেছে।