Search
Close this search box.
Search
Close this search box.

আবারও অবসর ঘোষণা করলেন মোহাম্মদ আমির

 

chardike-ad

অভিমানে অবসর ঘোষণার পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসেছিলেন মোহাম্মদ আমির। তবে তার এই যাত্রাপথ লম্বা হলো না। পাকিস্তানের ৩২ বছর বয়সী গতি তারকা আবারও অবসরের ঘোষণা দিলেন। আজ শনিবার তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর আগে অবসর ভেঙে ফেরা ইমাদ ওয়াসিমও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক অফিসিয়াল ভিডিওবার্তায় মোহাম্মদ আমির বলেছেন, ‘পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে খেলার সুযোগ পাওয়া অনেক বড় সম্মানের। এই সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন। তবে আমি মনে করি, পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার এটাই সঠিক সময়। আমাকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য পিসিবিকে ধন্যবাদ। সেইসঙ্গে পাকিস্তানের সমস্ত ক্রিকেটপ্রেমীদেরকেও ধন্যবাদ জানাই।’

২০০৯ সালে অভিষেকের পর মোহাম্মদ আমির জাতীয় দলের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে এবং ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন। ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধও ছিলেন। ঝঞ্ঝাবিক্ষুব্ধ ক্যারিয়ারে তার ২৭১টি আন্তর্জাতিক উইকেট আছে। ভারতকে হারিয়ে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ে ছিল তার বড় অবদান। ১৬ রানে নিয়েছিলেন ৩ উইকেট। সেগুলো আবার রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের মতো ব্যাটারদের।

পিসিবির সঙ্গে দ্বন্দ্বের ফলে অভিমানে ২০২১ সালে প্রথমবার অবসর ঘোষণা করেছিলেন আমির। তখনকার পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা তাকে পছন্দ করতেন না। সবসময় ‘ফিক্সার’ বলেই সম্বোধন করতেন আমিরকে। এরপর পাকিস্তানের ক্রিকেটে পট পরিবর্তন হলে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আমির আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। তবে বিশ্বকাপে সুবিধা করতে পারেননি।