ভারতে এখন চলছে ‘পুষ্পা ২’-এর ঝড়। এতে আল্লু অর্জুনের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন রাশমিকা মান্দানা। এরই মধ্যে এ অভিনেত্রী ভক্তদের চমকে দিয়ে সুখবর দিলেন নতুন সিনেমার। যার টিজারও হয়েছে প্রকাশ।
রাশমিকা অভিনীত নতুন এ ফিচার ফিল্মের নাম ‘দ্য গার্লফ্রেন্ড’। এ টিজারে রাশমিকার কলেজ জীবনের প্রেমের কাহিনি উঠে এসেছে। গল্পটি ভালোবাসার হলেও এতে থাকবে রহস্যে ঘেরা।
এদিকে রাশমিকার নতুন এ ফিল্মের প্রকাশিত টিজারটি শেয়ার করে উচ্ছ্বসিত অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। রাশমিকা মান্দানার প্রশংসা করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রাশমিকা অনেক বড় বড় অভিনেতার জন্য সৌভাগ্যের। কারণ তিনি অনেক তারকার সঙ্গে জুটি বেঁধে বক্স অফিসে সফলতা অর্জন করেছেন। একজন অভিনেত্রী, পারফরমার এবং তারকা হিসেবে সে অনেক বড় একটি অবস্থানে গেছে, কিন্তু রাশমিকা স্বভাবে সেই একই রকম রয়েছে, যাকে আমি আট বছর আগে সিনেমার সেটে দেখেছিলাম।’ রাশমিকা মান্দানা এখন ‘দ্য গার্লফ্রেন্ড’ ফিচার ফিল্মের মুক্তির জন্য প্রস্তুত। রাহুল রবিন্দ্রন পরিচালিত এই ফিল্মে রাশমিকার পাশাপাশি অভিনয় করেছেন রাও রমেশ, রহিনীসহ আরও অনেকে এবং ছবিটির বিশেষ চরিত্রে অভিনয় করবেন আনু ইমানুয়েল।