Search
Close this search box.
Search
Close this search box.

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৮ টাকা

 

chardike-ad

ভোজ্যতেলের বাজারে কয়েক দিন ধরে চলা অস্থির অবস্থার মধ্যে বোতলজাত সয়াবিন তেল ও খোলা তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে। এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৭৫ টাকা, খোলা সয়াবিন বিক্রি হবে ১৫৭ টাকা। আগে বোতলজাত তেল ১৬৭ টাকা ও খোলা তেল ১৪৯ টাকা ছিল।

সোমবার (৯ ডিসেম্বর) ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে তেলের ঘাটতি নিয়ে উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক বাজারে ২০ শতাংশ মূল্য বেড়েছে। দেশে বর্তমান মজুত সন্তোষজনক। কোনো ঘাটতি নেই।

তিনি বলেন, চাল, চিনি, ডিমের বাজার আগের চেয়ে স্থিতিশীল হচ্ছে। সবজি, পোল্ট্রি, মাছের দামে স্বস্তি আছে। আলুতে চূড়ান্ত অস্বস্তি আছে। নতুন আলু এলে তিন সপ্তাহের মধ্যে দাম কমবে।