Search
Close this search box.
Search
Close this search box.

অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস

 

chardike-ad

 

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী প্রজ্ঞা নাগরা, তামিল সিনেমা দ্বারা তার অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল। ২০২২ সালে ভারালারু মুককিয়াম সিনেমায় তার অভিষেক ঘটে, যেখানে তিনি একটি মালায়ালি মেয়ের চরিত্রে অভিনয় করেন।

যদিও সিনেমাটি নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল, তবে প্রজ্ঞা তার অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দক্ষিণী সিনেমায়। পরবর্তীতে তিনি মালায়ালাম এবং তেলুগু সিনেমায়ও অভিনয় করেছেন।

সম্প্রতি অনলাইনে এই অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে, যা আলোচনা-সমালোচনার ঝড় তুলছে। এ নিয়ে যখন নানা আলোচনা-সমালোচনা ও চর্চা, তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

প্রজ্ঞা নাগরা বলেন, ভিডিওটি ভুয়া, যা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে নিজের হতাশা ও ক্ষোভ জানিয়েছেন তিনি।

শনিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে এক্স হ্যান্ডেলে প্রজ্ঞা নাগরা লিখেছেন, এখনো আমার কাছে বিষয়টি বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে একটি খারাপ স্বপ্ন দেখছি, হয়তো এখনই জেগে উঠব।

এরপরই তিনি লিখেন, প্রযুক্তির উদ্দেশ্য ছিল মানবজাতিকে সহায়তা করা এবং আমাদের জীবনকে দুর্বিষহ না করে তোলা। অথচ এআই প্রযুক্তির মাধ্যমে যারা এ ধরনের কনটেন্ট তৈরি করছেন এবং তা ছড়িয়ে দিচ্ছেন, তারা মূলত কোনো বাজে উদ্দেশ্য নিয়ে করছেন এসব। প্রার্থনা করি, এই অগ্নিপরীক্ষা যেন আর কোনো নারীকে দিতে না হয়। নিরাপদে থাকুন সবাই।