Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা দেবেন কলকাতার ব্যবসায়ীরা

 

chardike-ad

বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করলেন কলকাতার ব্যবসায়ীরা। তারা বলেছেন, ‘আমরা বাংলাদেশিদের বয়কট করব না। তারা যেন নিশ্চিন্তে এখানে আসতে পারে সেজন্য যতটা সম্ভব তাদেরকে নিরাপত্তা দেব।’ শনিবার (৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলন করেন কলকাতার নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন এবং হোটেল অনার্স অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

কলকাতার মার্কুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মনতোষ সাহা বলেন, কয়েক বছর আগেও বাংলাদেশ থেকে পর্যটকদের যে ঢল ছিল, সেটা এখন নেই। যার কারণে আমরা সবাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। একইভাবে বাংলাদেশিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি আরও বলেন, ‘তবে সবার আগে আমার দেশ। দুই দেশের সরকারকে নিজেদের মধ্যে বসে সুষ্ঠু সমাধান বের করার আহ্বান জানাচ্ছি।’

তিনি জানান, ‘ডিসেম্বর থেকে সিজন শুরু হয়। প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার বাংলাদেশি কলকাতায় আসেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আসা পর্যটকদের সংখ্যা ৫ শতাংশে নেমে এসেছে।’

মার্কুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সচিব মনতোষ সরকার জানান, ‘আমাদের নিউমার্কেট মূলত বাংলাদেশভিত্তিক অঞ্চল। বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ, হোটেল, পর্যটক ব্যবসা চলছে। তাই তাদের অনুপস্থিতি আমাদের এখানে প্রভাব ফেলছে। যদিও বাংলাদেশিদের আমরা বিদেশি পর্যটক হিসেবে দেখি না।’

তিনি আরও বলেন, ‘তারা আমাদের ঘরের সদস্য। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশের পর্যটকের সংখ্যা অনেক কম। আশা করি আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। সম্পর্ক নষ্ট করার জন্য কিছু মানুষ গুজব ছড়াচ্ছে। সেদিকে কান না দিয়ে বাংলাদেশের পর্যটকদের এদেশে আসার আহ্বান জানাচ্ছি।’