অ্যাডিলেডে ভারতকে হারিয়ে টেস্ট সিরিজে ১-১ সমতা আনলো অস্ট্রেলিয়া। গোলাপি বলের টেস্টে ১০ উইকেটে ভারতকে রীতিমতো উড়িয়ে দিয়েছে অজিরা।
তৃতীয় দিনে ১৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে ভারত। হাতে ছিল পাঁচ উইকেট। শেষ পর্যন্ত দলীয় ১৭৫ রানে সব উইকেট হারায় রোহিতরা। জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৯ রান।
এই সহজ রান তাড়া করতে দুই অজি ওপেনারের লাগে মাত্র ২০ বল। দ্বিতীয় ইনিংসেও দারুণ বল করে অস্ট্রেলিয়ার বোলাররা। অধিনায়ক প্যাট কামিন্স নেন ৫টি উইকেট। স্কট বোলান্ড ও মিচেল স্টার্ক নেন যথাক্রমে ৩টি ও ২টি করে উইকেট।