অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১৯৯ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ইনিংসের পাঁচ বল বাকি থাকতেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ভারতের যুবারা। পুরো টুর্নামেন্টে দারুণ ব্যাটের ঝলক দেখালেও ফাইনালে এসে খেই হারিয়ে ফেলে টাইগার ব্যাটাররা। দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৬ বলে মাত্র ১ রান করে ফিরে যান কালাম সিদ্দিকি।
ব্যক্তিগত ২০ রানে আউট হন আরেক ওপেনার জাওয়াদ আবরার। অধিনায়ক আজিজুল হাকিম ফেরেন ব্যক্তিগত ১৬ রানে। এরপর ৬২ রানের জুটি গড়েন শিহাব জেমস এবং রিজান হোসেন। শিহাবকে ব্যক্তিগত ৪০ রানে আউট করেন আয়ুশ। দলীয় ১২৮ রানেই চার উইকেট হারায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন রিজান হোসেন। ফরিদ হোসেন আউট হনে ব্যক্তিগত ৩৯ রানে।
আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেনি ভারতীয় যুবাদের সামনে। ৫ বল বাকি থাকতেই ১৯৮ রানে গুঁটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে দুইটি করে উইকেট নেন বুদ্ধজিৎ গুহ, চেতন শর্মা ও হার্দিক রাজ। আয়ুশ মহাত্রে, কেপি কার্তিকেয় ও কিরন কোর্মলে নেন একটি করে উইকেট।