Search
Close this search box.
Search
Close this search box.

পুষ্পা ২ মুক্তির ৩য় দিনেই ৫০০ কোটির ঘরে!

 

chardike-ad

আবারও ঝড়ের বেগে ফিরেছে পুষ্পা রাজ এবং শ্রীভল্লি রসায়ন। মুক্তির আগেই ‘পুষ্পা ২: দ্য রুল’ ইঙ্গিত দিয়েছিলো বক্স অফিসের সব রেকর্ড ভাঙার। মুক্তির পর ৩ দিনের মাথায় সেদিকেই যাচ্ছে সিনেমাটির আয়।

৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে বহুল কাঙ্ক্ষিত ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমাটি। চলছে মহাসমারোহে। মুক্তির পর সবচেয়ে দ্রুততম সময়ে আয়ের দিক থেকে ৫০০ কোটি (বিশ্বব্যাপী) রুপি অতিক্রম করেছে। মাত্র ৩ দিনে সিনেমাটি ৫০০ কোটি রুপির ঘরে ঢুকে গেছে এবং এটি ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড।
মুক্তির ৩য় দিনেই ৫০০ কোটির ঘরে!

মুক্তির ৩য় দিনেই ৫০০ কোটির ঘরে!

 

৪ ডিসেম্বর সিনেমার স্পেশাল শো রাখা হয়েছিলো। একদিনের শো বাবদই শুধুমাত্র ভারত থেকে ১০.৬৫ কোটি রুপি সংগৃহীত হয়েছিলো। আসলে ওইদিনই ‘পুষ্পা ২: দ্য রুল’ যে বক্স অফিস কাঁপাতে আসছে সেটার ইঙ্গিত দিয়েছিলো। শুধুমাত্র মুক্তির দিনই অর্থাৎ ৫ ডিসেম্বর সিনেমাটি আয় করেছে ১৬৫.৫ কোটি রুপি। মুক্তির প্রথমদিনেই এত টাকা আয় যা কোনও ভারতীয় সিনেমার ক্ষেত্রে সর্বকালের সবচেয়ে বেশি আয়করা সিনেমা হিসেবে রেকর্ড গড়লো।

পরেরদিন অবশ্য সিনেমাটির আয় কিছুটা কমেছিলো। দ্বিতীয় দিন অর্থাৎ ৬ ডিসেম্বর আয় করেছিলো ৯৩.৮ কোটি রুপি। তবে উল্লেখযোগ্যভাবে পরেরদিন আবার আয় বেড়েছে। তৃতীয়দিনে আয় করেছে ১১৫. ৫৮ কোটি রুপি। এতে শনিবার (৭ ডিসেম্বর) পর্যন্ত সিনেমাটির আয় ৩৭৯.২৮ কোটি রুপিতে গিয়ে ঠেকেছে। অন্যদিকে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার হিন্দি সংস্করণ তিনদিনে আয় করেছে ২০০ কোটি রুপির ওপরে।

চন্দন কাঠ চোরাচালানের গল্পকে উপজীব্য করে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে। পুষ্পা রাজের চরিত্রে আল্লু অর্জুন, শ্রীভল্লি চরিত্রে রাশমিকা এবং ভানওয়ার সিং শেখওয়াতের চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। এছাড়াও অভিনয় করছেন জগপতি বাবু, ধনঞ্জয়, রাও রমেশ, সুনীল, অনসূয়া ভরদ্বাজের মতো পাকা অভিনেতারা।

উল্লেখ্য, ২০২১ সালে মুক্তি পেয়েছিলো ‘পুষ্পা: দ্য রাইজ’। তারই সিক্যুয়েল ‘পুষ্পা ২: দ্য রুল’। সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার।