Search
Close this search box.
Search
Close this search box.

চারদিকে ও ইমার্টওয়ে ই-কমার্স প্রতিষ্ঠানের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

chardike-ad

দেশের দুই শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান চারদিকে ডট কম ও ইমার্টওয়ে স্কিনকেয়ার লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট সিজন ২। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল ক্যাম্পাসে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করে।

দুপুর ২ টায় চারদিকে ডট কমের অধিনায়ক শাকিল এবং ইমার্টওয়ের অধিনায়ক রবিন এর উপস্থিতিতে টস জিতে চারদিকে ডট কম ব্যাটিংয়ে নামে।

চারদিকে ও ইমার্টওয়ে ই-কমার্স প্রতিষ্ঠানের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

শুরুতেই ইমার্টওয়ে স্কিনকেয়ার লিমিটেডের বোলার রাসেলের তোপের মুখে আশরাফ ও সম্রাট ০ রানে দুই উইকেট খোয়ায় চারদিকে ডট কম। চারদিকে পরপর ৩ টি উইকেট খুইয়ে বিপদে পড়লে সাকিব এবং অভির প্রতিরোধে কিছুটা স্বস্তির নিঃশ্বাস পায় চারদিকে ডট কম। কিন্তু আবারও ১০ ওভারে রাসেলের বোলিংয়ের তোপে দিশাহারা হয়ে ১০ উইকেট হারিয়ে মাত্র ৮৮ রানের লক্ষ্য দেয় চারদিকে ডট কমের খেলোয়াড়েরা। চারদিকে ডট কমের পক্ষ থেকে সর্বোচ্চ ২২ রান করেন সাকিব।

জবাবে ব্যাট করতে নেমে ইমার্টওয়ে স্কিন কেয়ার লিমিটেডের দুই ওপেনার ব্যাটসম্যান জামিল ও মিরাজের দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেন। ব্যক্তিগত ৪৪ রানে সাকিবের বোলিংয়ে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন জামিল। এরপরে চারদিকে দ্রুত কিছু উইকেট পেলে খেলায় কিছুটা ফিরে আসলেও, কাঙ্খিত জয়ের কাছে তারা পৌছাতে পারেনি। মাত্র ১১ ওভারেই ইমার্টওয়ে তাদের লক্ষ্যে পৌছে যায়।

 

চারদিকে

চ্যাম্পিয়ন দল ইমার্টওয়ের পক্ষ থেকে সর্বোচ্চ ৪৪ রান করেন জামিল। চারদিকের পক্ষ থেকে সর্বোচ্চ দুটি করে উইকেট পান সেলিম ও সাগর।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের দুই অধিনায়ক রাসেল ও শাকিলের হাতে কাপ উঠিয়ে দেন চারদিকে ডট কম স্কিনকেয়ার কোম্পানির  চেয়ারম্যান সরওয়ার কামাল ও ইমার্টওয়ে স্কিন কেয়ার কোম্পানির ম্যানেজিং এহতেশাম অমিসহ গণ্যমান্য আরও অনেকেই। ম্যান অ ব দ্যা ম্যাচের পুরস্কারটি পান ইমার্টওয়ের ওপেনার ব্যাটসম্যান জামিল।

ভিন্নরকম এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন নিয়ে চারদিকে ডট কমের চেয়ার ম্যান সরওয়ার কামাল  বলেন “শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। সেই সুস্থ থাকা প্রত্যাশা থেকেই আমাদের এই ভিন্ন আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত করা।”