Search
Close this search box.
Search
Close this search box.

পাকিস্তানকে হারিয়ে ভারতের সঙ্গে ফাইনাল খেলবে বাংলাদেশ

 

chardike-ad

যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও ফাইনালে পা রাখল যুবারা। দুবাইতে সেমিফাইনালে আজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে।

বাংলাদেশ ম্যাচটি জিতেছে ১৬৭ বল হাতে রেখে। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হবে আজিজুল হক তামিমের দল।

অপর সেমিফাইনালে শারজাতে ভারত অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে।

দুবাইতে বাংলাদেশি মিডিয়াম পেসার ইকবাল হোসেন ইমনের দারুণ বোলিংয়ে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ইমন ৭ ওভারে এক মেডেনসহ ২৪ রানে নেন ৪ উইকেট। এছাড়া মারুফ মৃধা নেন ২টি উইকেট। ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন ফারহান ইউসুফ।

৫০ ওভারের ম্যাচে ১১৭ খুব বেশি বড় লক্ষ্য নয়। তবু শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২৮ রানের মধ্যে দুই ওপেনার ফিরে যান। তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও শিহাব জেমস।

স্টার্কের ক্যারিয়ারসেরা বোলিংয়ে দুইশ রানও করতে পারেনি ভারতস্টার্কের ক্যারিয়ারসেরা বোলিংয়ে দুইশ রানও করতে পারেনি ভারত
জেমস ৩৬ বলে ২৬ রান করে ফিরলে জুটি ভাঙে। তামিম ৩৯ বলে তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত ৭ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৬১ রানে অপরাজিত থাকেন তামিম।

ম্যাচসেরা হয়েছেন ইমন। রবিবার দুবাইতে হবে বাংলাদেশ ও ভারতের ফাইনাল ম্যাচটি।