Search
Close this search box.
Search
Close this search box.

চা শ্রমিকের বেশে চমকে দিলেন দুই অধিনায়ক

 

chardike-ad

চা শ্রমিকের বেশে ট্রফি উন্মোচন করে সবাইকে চমকে দিলেন বাংলাদেশ ও আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলের দুই অধিনায়ক। ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার সামনে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের ট্রফি উন্মোচনে দারুণ এক চমক দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ট্রফি উন্মোচনের ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিবির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘সিলেটের ঐতিহ্যবাহী চা বাগানে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। তারা ১৭৫ বছরের পুরোনো ঐতিহাসিক মালনীছড়া চা বাগানে সিরিজের ট্রফি উন্মোচন করলেন।’

আগামীকাল বৃহষ্পতিবার (৫ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ৭ এবং ৯ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে; শুরু হবে দুপুর ২টা থেকে।