Search
Close this search box.
Search
Close this search box.

জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

chardike-ad

 

কন্নড় সিনেমার অভিনেত্রী শোভিতা শিবানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) হায়দরাবাদের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে পুলিশ বলে, “কন্নড় টিভি সিরিয়াল ও সিনেমার প্রাক্তন অভিনেত্রী শোভিতা। গত বছর বিয়ের পর স্বামীর সঙ্গে হায়দরাবাদে বসবাস শুরু করেন তিনি। গতকাল বেডরুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় পাওয়া যায় ৩২ বছর বয়সি শোভিতাকে।”

হায়দরাবাদের গাচিবাউলি থানার কান্ডাপুর এলাকায় স্বামী সুধীরের সঙ্গে বসবাস করতেন শোভিতা। অভিযোগ রয়েছে, আত্মহত্যা করেছেন তিনি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে, কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। এ ঘটনায় গাচিবাউলি থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।