Search
Close this search box.
Search
Close this search box.

"কিঞ্চিৎ সুযোগ পেলে ফ্যাসিবাদ কী করতে পারে তা স্পষ্ট হয়েছে"

 

chardike-ad

 

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘কিঞ্চিৎ সুযোগ পেলে ফ্যাসিবাদ কী করতে পারে, তা গত কয়েকদিনে নিশ্চয় স্পষ্ট হয়েছে। ফ্যাসিবাদীরা স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে ফেলতেও বিন্দুমাত্র কার্পণ্য করবে না। তাই দল-মত-ধর্ম নির্বিশেষে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে, তাদের সঙ্গে অগ্রিম একাত্মতা প্রকাশ করছি।’

সম্প্রতি সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে করা এক পোস্টে এসব কথা বলেন ইশরাক হোসেন।

বিএনপির তরুণ এই নেতা ওই পোস্টে আরও লিখেন, ‘আমরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলবো, আবার তাদের প্রতি নমনীয় হবো বা রাজনীতিতে পুনর্বাসন করতে চাইবো, তা চলবে না।’

এজন্য তিনি জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জোর দিয়ে ইশরাক হোসেন বলছেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য সুস্পষ্ট হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে ফ্যাসিবাদ রাজনীতি করার অধিকার রাখে না। যেই মতাদর্শ অন্যের অধিকারে বিশ্বাস করে না তাদের আবার কীসের অধিকার?’

উল্লেখ্য, ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। তিনি ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন।