Search
Close this search box.
Search
Close this search box.

বিএনপির দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

 

chardike-ad

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপ একই জায়গায় একই সময়ে সমাবেশ ডেকেছে। এ অবস্থায় উত্তেজনা বিরাজ করছে ওই এলাকায়। আইনশৃঙ্খলার মারাত্মক অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌস এ আদেশ জারি করেন।

মো. গোলাম ফেরদৌস বলেন, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এই সময় উল্লিখিত স্থানের মধ্যে কোথাও কোনো ধরনের সভা-সমাবেশ করা যাবে না। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থলবন্দরের ব‍্যবসায়ীরা জানান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম ফরিদুল হক শাহিন শিকদারের নেতৃত্বে ব‍্যবসায়ীদের একটি অংশ সোনাহাট স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির এক জরুরি সাধারণ সভায় অংশ নিয়ে গতকাল বুধবার বিকেলে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে। এই খবরে কুড়িগ্রাম জেলা বিএনপির একটি গ্রুপ বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বুধবার রাতে সোনাহাট স্থলবন্দরে এসে বৃহস্পতিবার নতুন কমিটি গঠনের ঘোষণা দেন এবং একই স্থানে সভা আহ্বান করে। এই নিয়ে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। সংঘাত এড়াতে ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।