Search
Close this search box.
Search
Close this search box.

হাসনাত আব্দুল্লাহকে ফের হত্যাচেষ্টার অভিযোগ

 

chardike-ad

ফের সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে যাত্রাবাড়ী মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক মো. তারেকুল ইসলাম তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি স্ট্যাটাসে উল্লেখ করেন, হাসনাত আব্দুল্লাহকে যাত্রাবাড়িতে আবারও গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা।

এর আগে গতকাল বুধবার চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে তাদেরকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।