Search
Close this search box.
Search
Close this search box.

মীনা কুমারি হয়ে ওঠা হচ্ছে না কৃতির

 

chardike-ad

ভারতের প্রখ্যাত ডিজাইনার থেকে চলচ্চিত্র নির্মাতা হওয়া মনীশ মালহোত্রা। অবশেষে মীনা কুমারির বহুল প্রতীক্ষিত বায়োপিক নির্মাণ থেকে সরে দাঁড়ালেন তিনি। বায়োপিকটির প্রধান চরিত্রে প্রাথমিকভাবে অভিনেত্রী কৃতি শ্যাননকে ভাবা হয়েছিল। খবর : টাইমস অব ইন্ডিয়া

মনীশ মালহোত্রা দীর্ঘদিন ধরে বলিউডের গ্ল্যামার এবং ডিজাইনার হিসেবে তার খ্যাতি প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি তিনি চলচ্চিত্র নির্মাণের দিকে ঝুঁকেছিলেন। বিশেষ করে তার প্রথম চলচ্চিত্র ‘শালি মোহাব্বত’, যা ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল এবং সেখানে তার সিনেমার প্রতি ভালোবাসার দিকটি ফুটে উঠেছিল।

চলচ্চিত্র নির্মাণের বিষয়ে মন্তব্য করতে গিয়ে মনীশ বলেন, ‘স্টেজ ৫ দিয়ে আমি একটি ভিন্ন ধরনের গল্প শুরু করার ইচ্ছা পোষণ করেছিলাম, যা আমার কাছে স্বপ্নের মতো ছিল। মানুষ মনে করেছিল আমার ছবিতে কারিনাসহ আরও অনেক তরুণ অভিনেতা-অভিনেত্রীরা থাকবেন, যেখানে প্রচুর গ্ল্যামার থাকবে। কিন্তু সিনেমা তো আমি আমার ব্র্যান্ডের একটি সম্প্রসারণ করার জন্য বানাতে চাইনি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ক্রিপ্ট। গল্প যাকে ডিমান্ড করবে সেই এখানে অভিনয় করবে।’

তার প্রথম প্রযোজনার সিনেমা ‘শালি মোহাব্বত’ একটি মধ্যম মানের থ্রিলার, যেখানে অভিনয় করেছিলেন রাধিকা আপ্তে, দিব্যেন্দু এবং অনুরাগ কাশ্যপ।

মীনা কুমারির বায়োপিকের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি আর বায়োপিকটি করছি না। আমি অন্য কিছু পরিচালনা করব। সিনেমা পরিচালনা করা আমার একটি স্বপ্ন, যা এখনও পূর্ণ হয়নি।’

মনীশ আরও বলেন, সব ফ্যাশন ডিজাইনারদের চলচ্চিত্র নির্মাণের ইচ্ছা থাকে না, তবে আমার ক্ষেত্রে এটি প্রাকৃতিকভাবেই ছিল কারণ ছোটবেলা থেকেই আমি সিনেমার প্রেমে পড়েছিলাম।

এই ডিজাইনারের জীবনে মুঘল-এ-আজম, রাজ কাপুর এবং গুরু দত্তের কাজগুলো তার সৃষ্টিশীল কার্যক্রমকে প্রভাবিত করেছে।

মীনা কুমারি বায়োপিক থেকে সরে দাঁড়ানোর পরেও বর্তমানে ‘বান টিক্কি’ এবং ‘উল জালুল ইশক’র মতো অন্যান্য চলচ্চিত্র নিয়ে ব্যস্ত রয়েছেন মনীশ।