রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার নাম নেই। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান (স্পেশ্যাল মিলিটারি অপারেশন) শুরু করে রুশ সেনা। তার পর থেকে হাজার দিন কেটে গেলেও পূর্ব ইউরোপে থামছে না যুদ্ধ। বরং সংঘাতের উত্তাপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
তিন দিন আগেই মস্কোর ‘নিউক্লিয়ার ডক্ট্রিন’ আনুষ্ঠানিক ভাবে বদল করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পর বৃহস্পতিবার প্রথম বার তারা একটি আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র (ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল, সংক্ষেপে আইসিবিএম) ছুড়েছে ইউক্রেনে।
আন্তর্জাতিক কূটনীতি বিশেষজ্ঞদের মতে, পরমাণু অস্ত্রবিহীন ক্ষেপণাস্ত্রটি যে একটি কঠিন সতর্কবার্তা এবং সীমা লঙ্ঘন করলে যে পরমাণু অস্ত্র ছোড়া হবে তা ইউক্রেন এবং তার বন্ধু দেশগুলিকে বোঝাতেই এই পদক্ষেপ করেছে রাশিয়া।
অনেকে আবার মস্কোর সেই পদক্ষেপকে রাশিয়ার অস্ত্রাগারের শক্তিপ্রদর্শন বলেও মনে করছেন। ইউক্রেনের ডিনিপ্রো শহরে পরীক্ষামূলক সেই হাইপারসনিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে রাশিয়া।
ইতিমধ্যেই ইউক্রেনে হাইপারসনিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় সরব হয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই হামলাকে ‘যুদ্ধের মাত্রা এবং বর্বরতা বৃদ্ধির স্পষ্ট নিদর্শন’ বলেও মন্তব্য করেছেন তিনি।
পরিস্থিতি যে দিকে মোড় নিচ্ছে, তাতে মস্কো-কিয়েভ সংঘাতে আরও অনেক দেশের জড়িয়ে পড়া আশ্চর্যের নয়। আর সেটা যে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে, তাতে একরকম নিশ্চিত প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা।
রুশ প্রেসিডেন্ট বৃহস্পতিবার মন্তব্য করেছেন যে, ইউক্রেন যুদ্ধ একটি বৈশ্বিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। আমেরিকা এবং ব্রিটেনের থেকে পাওয়া অস্ত্র দিয়ে ইউক্রেন হামলা চালানোর পরেই পশ্চিমি দেশগুলিকে সতর্ক করেছে মস্কো।
অন্য দিকে, ইউক্রেনের প্রাক্তন সামরিক কর্তা (কমান্ডার-ইন-চিফ) ভ্যালেরি জালুঝনির বিশ্বাস তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাঁর দাবি, যে ভাবে রাশিয়া এবং তার বন্ধু দেশগুলি এই যুদ্ধে জড়িয়ে পড়েছে তা বিশ্বযুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে জালুঝনি বলেন, ‘‘আমি পুরোপুরি বিশ্বাস করি যে ২০২৪ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে।’’
বর্তমানে ইউক্রেনের দূত হিসাবে ব্রিটেনে দায়িত্ব পালন করছেন জালুঝনি। তিনি দাবি করেছেন, যুদ্ধে রাশিয়ার বন্ধু দেশগুলির সরাসরি জড়িয়ে পড়ার কারণেই যুদ্ধের পরিধি বেড়ে গিয়েছে।
জালুঝনি জোর দিয়ে বলেছেন, ‘‘উত্তর কোরিয়ার সৈন্যরা ইউক্রেনের সামনে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যেই ইউক্রেনে ইরানি ‘শাহেদি’রা সাধারণ মানুষকে প্রকাশ্যে খুন করছে। এদের কোনও লজ্জা নেই।’’
জালুঝনির এই মন্তব্যে অনেকেই যুক্তি খুঁজে পেয়েছেন। কারণ, কিভ-মস্কো উত্তেজনার আবহে কুর্স্ক অঞ্চলে উত্তর কোরিয়ার ১০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
ইউক্রেনের বিরুদ্ধে ইরানি ড্রোন এবং অন্যান্য উন্নত অস্ত্র ব্যবহার করা হচ্ছে বলেও খবর উঠে এসেছে। উত্তর কোরিয়ার সেনার পাশাপাশি অস্ত্র পাঠিয়ে চীনও সংঘাতে সরাসরি যুক্ত হয়ে পড়েছে বলেও মনে করছেন জালুঝনি।
ইউক্রেনের বন্ধু দেশগুলির প্রতি জালুঝনির আহ্বান, এই পরিস্থিতিতে তারা চূড়ান্ত পদক্ষেপ করুক এবং সংঘাতকে দেশের সীমানার বাইরে ছড়িয়ে পড়া থেকে আটকাক।
জালুঝনি আরও বলেছেন, ‘‘ইউক্রেনের ভূখণ্ডে এখনই এই সংঘর্ষ বন্ধ করা সম্ভব। কিন্তু কিছু কারণে আমাদের কিছু বন্ধু দেশে এটি বুঝতে চায় না। এটা স্পষ্ট যে ইউক্রেনের ইতিমধ্যেই অনেক শত্রু হয়েছে।’’
ইউক্রেনের প্রাক্তন সামরিক কর্তার কথায়, ‘‘যুদ্ধে যতই প্রযুক্তি ব্যবহার করা হোক না কেন, ইউক্রেন ঠিক সামলে নেবে। কিন্তু এটা পরিষ্কার নয় যে, ইউক্রেন এই যুদ্ধ একা লড়াই করে জিততে পারবে কি না।’’
উল্লেখ্য, এ বছরের শুরুতে জালুঝনিকে বরখাস্ত করেছিল ইউক্রেন। তবে এখনও সে দেশের রাজনৈতিক আলোচনায় একটি উল্লেখযোগ্য কণ্ঠস্বর তিনি।