Search
Close this search box.
Search
Close this search box.

 

বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন সারজিস

chardike-ad

 

দেশের স্বার্থে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস সারজিস আলম। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের দায়িত্ব মনে করিয়ে দিলেন এই ছাত্রনেতা।

সোমবার (২৫ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ।’

তিনি আরও বলেন, ‘যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন, দেশের স্বার্থে তাদের প্রতিহত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ। জনমানুষের নিরাপত্তা প্রদানে এটি তাদের মূল দায়িত্ব।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের ফেসবুক স্ট্যাটাসের পর থেকে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই তার এই কঠোর অবস্থানের প্রশংসা করছেন, যেখানে আবার কেউ কেউ মনে করছেন, যে কোনো পদক্ষেপের আগে পরিস্থিতির যথাযথ মূল্যায়ন করা উচিত।