Search
Close this search box.
Search
Close this search box.

আইপিএল নিলাম আজ,
দল পাবেন কি কোনো বাংলাদেশি

 

chardike-ad

 

সৌদি আরবের জেদ্দায় আজ ও আগামীকাল আইপিএল নিলামে উঠতে যাচ্ছে ক্রিকেটার কেনাবেচার ঝড়। নিলামে কাকে নিয়ে কাড়াকাড়ি লাগে, কার দাম কত ওঠে, ক্লাবগুলো কেমন দল গড়ছে– এসবে নজর থাকে ক্রিকেটপ্রেমীদের। বাংলাদেশের ভক্তরা তাকিয়ে থাকবেন মুস্তাফিজ-তাসকিন-সাকিবদের দিকে…

মেগা নিলাম: আইপিএলের ১৮তম আসরে এবার মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাধারণত তিন বছর পর পর এই মেগা নিলাম হয়, বাকি বছরগুলোতে হয় ‘মিনি নিলাম’। তিন বছর পরপর প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে বড় ধরনের রদবদল হয়ে থাকে। কেননা এই সময়ে সবচেয়ে কম ক্রিকেটারকে ধরে রাখতে পারে প্রতিটি দল। এবার যেমন প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ছয় ক্রিকেটারকে তাদের পুরোনো স্কোয়াড থেকে রেখে দিতে পারছে। এ কারণে নিলামে প্রচুর অর্থ নিয়ে তারা অনেক বেশি ক্রিকেটার দলে ভেড়ায়। আগামী বছর ১৪ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএল।

নিলামে কতজন ক্রিকেটারের নাম রয়েছে: ১০টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ থেকে ন্যূনতম ১৮ ক্রিকেটার তাদের স্কোয়াডে রাখতে পারে। এবারের নিলামে ভারতীয় ও বিদেশি মিলিয়ে মোট ১ হাজার ৫৭৪ জন নাম নথিভুক্ত করেছিলেন। তবে এর মধ্যে যাচাই-বাছাই করে আইপিএল কর্তৃপক্ষ ৫৭৪ ক্রিকেটারের নাম নিলাম অনুষ্ঠানের জন্য চূড়ান্ত করেছে। যার মধ্যে ৩৬৬ ভারতীয় এবং ২০৮ বিদেশি ক্রিকেটারের নাম রয়েছে।

১২ বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে: এবারের মেগা নিলামে সর্বমোট ১২ বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে। যাদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান। ১ কোটি রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের। এ ছাড়া রিশাদ হোসেন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি, হাসান মুরাদ ও পেসার নাহিদ রানার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ রুপি। বিসিবি থেকে ছাড়পত্র নিতে হলেও নিলামে নাম ওঠাতে হয় ক্রিকেটারদের নিজস্ব এজেন্ট দিয়ে।

দামি ক্রিকেটার: ফ্র্যাঞ্চাইজিগুলো যে ক্রিকেটারদের তাদের পুরোনো স্কোয়াড থেকে রেখে দিয়েছে, তাদের মধ্যে সর্বোচ্চ ২৩ কোটি রুপি সম্মানী পাচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদের প্রোটিয়া উইকেটরক্ষক কাম ব্যাটার হ্যানরি ক্লাসেন। ভারতীয়দের মধ্যে বিরাট কোহলিকে সর্বোচ্চ ২১ কোটি রুপি দিয়ে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিকোলাস পুরানও ২১ কোটি রুপিতে থেকে যাচ্ছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে। মুম্বাইতে জাসপ্রিত বুমরাহ, হায়দরাবাদে প্যাট কামিন্স, চেন্নাইয়ে ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, রাজস্থানে সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সোয়াল ১৮ কোটি রুপিতে তাদের পুরোনো দলেই থেকে যাচ্ছেন।