Search
Close this search box.
Search
Close this search box.

প্রথমবারের মতো সৌদি আরবে গান গাইবেন জেমস

 

chardike-ad

 

দেশ-বিদেশে বাংলাভাষী শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। বিভিন্ন সময় বিদেশে নানা কনসার্টে তিনি অংশ নেন। কিছুদিন আগেই গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। এবার প্রথমবারের মতো কনসার্টে অংশ নিতে সৌদি আরবে যাচ্ছেন নগরবাউল খ্যাত এই শিল্পী। সৌদি আরবে আমন্ত্রণে রিয়াদে গান গাইবেন তিনি।

জানা গেছে, আগামী ২২ নভেম্বর ‘রিয়াদ সিজনের’ অংশ হিসেবে ‘বাংলাদেশ কালচার’ নামে একটি অনুষ্ঠানে গান গাইবেন জেমস। রিয়াদের আল-সুওয়াইদি পার্কে বিনামূল্যে জেমসের গান শুনতে পারবেন সংগীতপ্রেমীরা। এ বিষয়টি নিশ্চিত করেছেন নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর।

সৌদি সমাজকে রক্ষণশীলতা থেকে বের করে আনতে নানা উদ্যোগ নিচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর কর্মপরিকল্পনা হিসেবে ভিশন–২০৩০ পরিকল্পনার আওতায় ২০১৮ সালে বিনোদন জগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, খুলে দেওয়া হয় সৌদির সিনেমা হলগুলো। আয়োজন করা হয় চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে কনসার্ট, ফ্যাশন শো ইত্যাদির। এরই ধারাবাহিকতায় আরেকটি উদ্যোগ ‘রিয়াদ সিজন’।

সৌদির মিনিস্ট্রি অব মিডিয়ার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে ৯টি দেশ। এর মধ্যে আছে দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।

১২ অক্টোবর শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে অনুষ্ঠানটি। আয়োজনের সপ্তম সপ্তাহকে ‘বাংলাদেশ উইক’ হিসেবে বিবেচনা করা হয়েছে। ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সেখানে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরা হবে।