গোল করলেন দুটি, গোল করালেন একটি। এরমধ্যে এই বয়সে চোখ ধাঁধানো বাইসাইকেল কিকের গোলও আছে। পোল্যান্ডের বিপক্ষে গোল উৎসবের রাতে ক্রিস্তিয়ানো রোনালদো প্রাপ্তি এখানেই শেষ হয়। তিনি নতুন আরেকটি রেকর্ডের চূড়ায় উঠেছেন।
আন্তর্জাতিক ফুটবলে অনেকদিন ধরেই সর্বোচ্চ গোলের মালিক রোনালদো। এবার আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ফুটবলারও হয়ে গেলে তিনি। উয়েফা নেশন্স কাপে শুক্রবার পোল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে পর্তুগাল। এই ম্যাচে জোড়া গোল করে ক্যারিয়ার গোলসংখ্যা আরও উঁচুতে নিয়েছেন রোনালদো। এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ১৩২তম জয় পেয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা।
রোনালদো পেছনে ফেললেন রিয়াল মাদ্রিদে এক সময়ে তার সতীর্থ সার্জিও রামোসকে। রোমাস স্পেনের হয়ে ১৩১ জয়ে সঙ্গী ছিলেন। এই দুজনের পেছনে ১২১ জয় নিয়ে তৃতীয় তাদের আরেক সতীর্থ স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।
পর্তুগাল এদিন পাঁচ গোলের সবগুলোই করেছে দ্বিতীয়ার্ধে। ৫৯ মিনিটে রাফায়েল লিয়াও দলকে এগিয়ে নেওয়ার পর ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। ৮০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ ব্যবধান বাড়ান। ৮৩ মিনিটে রোনালদোর পাস থেকে নেতো করেন চতুর্থ গোল। এরপর ৮৭ মিনিটে দারুণ ঝলক। বাইসাইকেল কিকে চোখ ধাঁধানো গোল করেন সিআরসেভেন। পরের মিনিটে এক গোল শোধ দেয় পোল্যান্ড।
এই বড় জয়ে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। রোনালদো এদিন জোড়া গোল করে আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা নিয়ে গেছেন ১৩৫টিতে।