Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক মহড়ায় মার্কিন বিমানবাহী রণতরী

 

chardike-ad

 

যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে তিন দিনের যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। বুধবার (১৩ নভেম্বর) থেকে শুরু হওয়া এই মহড়ায় ফাইটার জেট ও সামুদ্রিক টহল বিমানের পাশাপাশি মার্কিন পারমাণবিক বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনও থাকবে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সম্প্রতি উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যেটির নিন্দা জানিয়েছে সিউল, টোকিও ও ওয়াশিংটন। এর প্রতিক্রিয়ায় ‘ফ্রিডম এজ’ নামের এই মহড়া করছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার সেনারা অংশ নিতে শুরু করেছে। এমন দাবির কয়েকদিন পরই এই ত্রিপক্ষীয় মহড়ার খবর সামনে এলো।

এক বিবৃতিতে সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, মহড়ায় দক্ষিণ কোরিয়ার ও জাপানি যুদ্ধবিমান এবং সামুদ্রিক টহল বিমানের পাশাপাশি ইউএসএস জর্জ ওয়াশিংটনও থাকবে।

ত্রিপক্ষীয় এই মহড়াটি চলতি বছরের শুরুর দিকে প্রথম অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে একটি শীর্ষ সম্মেলনে বার্ষিক প্রশিক্ষণ মহড়ার জন্য সম্মত হয়েছিলেন তিনটি দেশের নেতারা। এরই পরিপ্রেক্ষিতে ওই মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল।

দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ মহড়ার নিন্দা করে আসছে পিয়ংইয়ং। সেগুলোকে আক্রমণের মহড়া বলেও অভিহিত করেছে দেশটি।

জেসিএস অনুসারে, ত্রিপক্ষীয় মহড়ায় সামুদ্রিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রশিক্ষণ ও সাইবার প্রতিরক্ষা প্রশিক্ষণও অন্তর্ভুক্ত।