Search
Close this search box.
Search
Close this search box.

সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর মার্কিন হামলা

 

chardike-ad

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, সিরিয়ায় যে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, তা ‘ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে’ লক্ষ্য করে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া হিসেবে এই আঘাত হানা হয়েছে। সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের এবং মিত্র বাহিনীর ওপর আক্রমণ সহ্য করা হবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

কুরিলা সাম্প্রতিক হামলাগুলিকে ‘বেপরোয়া’ বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, এই হামলা ইরান সমর্থিত গোষ্ঠীগুলির ভবিষ্যৎ হামলার পরিকল্পনা ও কার্যক্রমে বাধা দেবে। সেন্টকম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই হামলায় দুই স্থানে মোট নয়টি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।

সিরিয়ার পূর্বাঞ্চলে প্রায় ৯০০ মার্কিন সেনা রয়েছে এবং প্রতিবেশী ইরাকে আরও ২,৫০০ সেনা রয়েছে। তাদের মিশন হল জঙ্গি গোষ্ঠী আইএসের পুনরুত্থান ঠেকাতে স্থানীয় বাহিনীকে সহায়তা করা। ২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিশাল অঞ্চল দখল করেছিল এই গোষ্ঠীটি। তবে তীব্র লড়াইয়ের মাধ্যমে তাদের পরাস্ত করা হয়েছিল।

সেন্টকম জানিয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় কোনও মার্কিন কর্মী আহত হয়নি। তবে মার্কিন সামরিক বাহিনী জানায়নি যে সিরিয়ায় কোন গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হয়েছে বা এতে হতাহতের ঘটনা ঘটেছে কিনা।

যুক্তরাজ্য-ভিত্তিক মনিটরিং গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সোমবার পূর্ব সিরিয়ার দেইর আজ-জোরের আল-মায়েদিন এলাকায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর চার সদস্য নিহত এবং আরও ১০ জন গুরুতর আহত হয়। তাদের দাবি, ‘আন্তর্জাতিক জোটের’ যুদ্ধবিমান একটি সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সোমবার জানিয়েছিল, ইসরায়েলের বিমান বাহিনী শামসিন এলাকায় একটি ত্রাণ বহর লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে, যা লেবানন সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।