Search
Close this search box.
Search
Close this search box.

ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া নায়ক প্রভাস

 

chardike-ad

‘বাহুবলি’ সিনেমা দিয়ে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন প্রভাস। এরপর আর যেন থেমে নেই তার ক্যারিয়ারের চাকা। একের পর এক কাজ করে যাচ্ছেন নতুন সব সিনেমায়। পারিশ্রমিক বাড়িয়ে নিজেকে নিয়ে গেছেন সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া তারকা তালিকায়। হাতেও রয়েছে বেশ কয়েকটি সিনেমা।

প্রতিটি সিনেমার জন্য এখন প্রায় ২০০ কোটি ভারতীয় রুপি পারিশ্রমিক নিচ্ছেন প্রভাস। খবর: সিয়াসাত ডটকম

ভারতীয় এই গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রভাস তার পরবর্তী তিনটি সিনেমা থেকে মোট ৬০০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন। এর মানে, প্রতি সিনেমার জন্য তার পারিশ্রমিক দাঁড়াচ্ছে ২০০ কোটি রুপি, যা ভারতীয় অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ।

এর আগে আল্লু অর্জুন ‘পুষ্পা’ সিনেমার জন্য ২৬০ কোটি রুপি নিলেও সেই পারিশ্রমিকের মধ্যে প্রফিট-শেয়ারও অন্তর্ভুক্ত ছিল। তবে প্রভাস, কেবল পারিশ্রমিক হিসেবেই নিচ্ছেন ২০০ কোটি ভারতীয় রুপি।

কেজিএফ’ ও ‘কান্তারা’-এর মতো সফল সিনেমা নির্মাণের জন্য প্রশংসিত হোমবালে ফিল্মস প্রভাসকে নিয়ে তিনটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। এই সিনেমাগুলো পরপর ২০২৬, ২৭ এবং ২৮ সালে মুক্তি পাবে বলে পরিকল্পনা করছেন নির্মাতারা। প্রথম সিনেমাটি হবে ‘সালার টু’, যার পরিচালনায় থাকবেন প্রশান্ত নীল। বাকি দুটি সিনেমার নাম ও পরিচালক এখনও চূড়ান্ত হয়নি, তবে লোকেশ কঙ্গরাজ ও প্রশান্ত ভার্মা তাদের পরিচালনা করতে পারেন বলে শোনা যাচ্ছে।

প্রভাসের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘কল্কি ২৮৯৮এডি’। যা এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ১২০০ কোটি ভারতীয় রুপি। এর আগে ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘সালার’। যেটি বিশ্বব্যাপী আয় করেছিল ৭০০ কোটি ভারতীয় রুপি।