Search
Close this search box.
Search
Close this search box.
সাংবাদিকদের প্রতি সালাউদ্দিনের অনুরোধ
সাংবাদিকদের প্রতি সালাউদ্দিনের অনুরোধ

 

জাকের আলী অনিকের জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে একবার মন্তব্য করেছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। প্রতিভাবান হওয়ার পরও কালো বলেই ডাক পান না তিনি—এমন মন্তব্য করে বেশ আলোচিত হয়েছিলেন দেশের অন্যতম সেরা এই কোচ। এবার অবশ্য তিনিও জাতীয় দলের অংশ। সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন তিনি। এ সময় জাকেরও জাতীয় দলে অভিষেক হলো ওয়ানডে সংস্করণে।

chardike-ad

দারুণ শুরু পাওয়া এই ব্যাটার নিয়ে সালাউদ্দিনকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘দেখুন আপনাদের একটা অনুরোধ করব। আপনারা কাউকে খুব তাড়াতাড়ি হিরো বানাইয়েন না, কাউকে খুব তাড়াতাড়ি ভিলেনও বানাইয়েন না।’ রোববার (১০ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাকেরদের জাতীয় দলে আসার লম্বা প্রসেসের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘যখন একটা ছেলে আসে অনেক প্রক্রিয়ার মাঝে আসে, অনেক পারফর্ম করে দলে আসে। সংগ্রাম করে আসে। আন্তর্জাতিক ম্যাচে এসে অনেকের হয়ত কিছু ম্যাচ লেগে যায় সফল হতে। কেউ হয়ত এসেই সফল হয়ে যায়। তখন কিন্তু আপনারা হিরো বানিয়ে দেন, আবার দুই ম্যাচে রান না করলে ভিলেন বানিয়ে দেন।’

ক্রিকেটারদের হিরো বা ভিলেন হওয়াতে সাংবাদিকদের ভূমিকা থাকে জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের এখানে ভূমিকা আছে। কাউকে খুব তাড়াতাড়ি হিরো বা ভিলেন বানিয়েন না। ছেলেদের একটু সময় দেন। বিশেষ করে নতুন যারা আসে। আমার মনে হয় তখন তাদের জন্য সুবিধা হবে। চাপ অনেকে নিতে পারে না। সবার তো মানসিকতা এক না।’