উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ সন্ধ্যায়

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। আজ রোববার সন্ধ্যা সাতটায় শপথ নিতে পারেন নতুন উপদেষ্টারা।

chardike-ad

আজ রোববার এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ওইদিনই ভারতে চলে যান তিনি। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর তাঁদের সঙ্গে নতুন আরও চার উপদেষ্টা শপথ নেন গত ১৭ আগস্ট।