Search
Close this search box.
Search
Close this search box.

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি চেয়েছেন মোস্তাফিজ

 

chardike-ad

দীর্ঘ সাত মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ বর্তমানে সমতায় রয়েছে। এই সিরিজি শেষেও অবশ্য বাংলাদেশের ব্যস্ততা কমছে না। আফগান সফর শেষ করেই টাইগারদের যেতে হবে পূর্ণাঙ্গ ক্যারিবিয়ান সফরে। সেই সফরে অবশ্য সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য মোস্তাফিজুর রহমানকে নাও পেতে পারে। কারণ বোর্ডের কাছে ছুটি চেয়েছেন কাটার মাস্টার।

আফগান সিরিজ শেষ করেই বাংলাদেশ দল রওয়ানা করবে ক্যারিবিয়ানের উদ্দেশ্যে। মোস্তাফিজ চাইছেন এই সফরে না যেতে। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর ছুটির দরখাস্ত দিয়েছেন ইতোমধ্যে। কারণ হিসেবে দেখিয়েছেন, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটির আবেদন। বিসিবির একটি সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে মোস্তাফিজের ছুটির ব্যাপারে বিসিবি এখনও কোন সিদ্ধান্ত নেয়নি।

এদিকে ১৫ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের সফর। সে অনুযায়ী আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে। এরপর রয়েছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মোস্তাফিজ টেস্ট না খেলায় এই ৬ ম্যাচ মোস্তাফিজকে পাবে না টাইগাররা ।