Search
Close this search box.
Search
Close this search box.

রিমান্ডে অসুস্থ পলক, হাসপাতালে ভর্তি

 

chardike-ad

রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় রিমান্ডে থাকা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অসুস্থ হয়ে পড়ায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) ভর্তি করা হয়েছে।

পলকের বুকে প্রচন্ড ব্যাথা থাকায় শনিবার (৯ নভেম্বর) সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মোজাহিদুর রহমান। তিনি জানান, যাত্রাবাড়ির কাজলায় ষৈম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শাকিব হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলককে আজকে ঢাকা মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালত থেকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়। দুপুরে আলাদত থেকে থানায় যাওয়া পরই তিনি অসুস্থ (বুকে ব্যাথা) হয়ে পড়েন। পরে রাত পৌনে আটটার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তার প্রাথমিক পরিক্ষানিরিক্ষার পরে প্রথমে কার্ডিওলজি বিভাগে নেওয়া হয়। পরে চিকিসৎক ১২ ঘণ্টার অবজারবেশনে রাখার জন্য মেডিসিন বিভাগে ভর্তি নেয়।

মামলার তদন্ত কর্মকর্তা আরও বলেন, গত ১০ সেপ্টেম্বর দায়ের করা হত্যা মামলা পলককে আজকে সাত দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছিল। তবে তিনি এর আগে আরেকটি মামলায় সাত দিনের রিমান্ড শেষ করে আজকে আদালতে সোপর্দ করেন। তবে ওই মামলা সম্পর্কে জানা কিছু বলতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুকও ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন ।

এরআগে গত ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালক হত্যা মামলায় প্রথমবারের মতো তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর অন্য মামলায়গুলোতেও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।