সালমান খান ও রাশমিকা মান্দানা ভক্তদের জন্য রয়েছে দারুণ খবর। তারা দুজনে এখন হায়দরাবাদের ঐতিহাসিক ফালাকনুমা প্যালেসে অবস্থান করছেন। ব্যস্ত আছেন ‘সিকান্দার’-এর শুটিংয়ে।
শুটিং স্পট থেকে বেশ কিছু বিহাইন্ড-দ্য-সিন ভিডিও অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে একটিতে দেখা গেছে রাশমিকা মান্দানাকে। ফাঁস হওয়া ভিডিওটির সঙ্গে পোস্টে লেখা, ‘রাশমিকা মান্দানার #সিকান্দার ছবির শুটিংয়ের ভিডিও। হায়দরাবাদের ফালাকনুমা প্যালেসে শুটিং চলছে।’
আরেকটি ভিডিওতে দেখা যায়, ফালাকনুমা প্যালেসের ভেতরে পুলিশের গাড়ি রয়েছে, যা শুটিংয়ের জন্য কঠোর নিরাপত্তার ইঙ্গিত দিচ্ছে। এছাড়াও, একটি ভ্যানিটি ভ্যানে ‘সিকান্দার’ ব্র্যান্ডিং করা দেখা যায়। এক্স-এর পোস্টে লেখা, ‘হায়দরাবাদের ফালাকনুমা প্যালেসে #সিকান্দার ছবির শুটিং। রাজকীয় উদযাপনের দৃশ্য এখানে চিত্রায়িত হচ্ছে।’
গত সেপ্টেম্বরে, ‘সিকান্দার’ ছবির শুটিংয়ে সালমান খান একটি পাঁজরের চোটে পড়েন। তার পরিস্থিতি নিয়ে গুজব ছড়ালে, অভিনেতা নিজেই এটি নিশ্চিত করেন। ‘বিগ বস ১৮’-এর সেটে তিনি পাপারাজ্জিদের বলেন যে তার দুটি পাঁজর ভেঙেছে। গাড়ির দিকে হাঁটার সময় তিনি আলোকচিত্রীদের সতর্ক থাকতে বলেন। সালমান খান বলেন, ‘দো পাসলিয়া তুটি হ্যায়, আরাম সে।’
সালমান খান এ বছরের এপ্রিল মাসে ‘সিকান্দার’ ছবির ঘোষণা দেন। ইনস্টাগ্রামে ছবির একটি পোস্টার শেয়ার করে তিনি লেখেন, “এই ঈদে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ আর ‘ময়দান’ দেখো এবং আগামী ঈদে আসছে ‘সিকান্দার’। সবাইকে ঈদ মোবারক!”
সালমান খান ছাড়া ‘সিকান্দার’ ছবিতে আরও রয়েছেন সুনীল শেঠি, সত্যরাজ, প্রতীক পাতিল বাব্বার, চৈতন্য চৌধুরী ও নবাব শাহ। এ আর মুরুগাদোস পরিচালিত এই প্রকল্পটি সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে।