সদ্যবিজয়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। সেইসঙ্গে তিনি ট্রাম্পের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে সব সব ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেছেন।। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার এক সিনিয়র কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ইউন এবং ট্রাম্প ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার সীমান্ত অঞ্চলে উত্তর কোরীয় সেনা মোতায়েনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ পিয়ংইয়ংয়ের অব্যাহত সামরিক উসকানির বিষয়েও তারা আলোচনা করেছেন।
ইউনের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কিম টে-হিও বলেন, তারা এসব বিষয়গুলো নিয়ে সামনাসামনি আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন। এর জন্য তারা একটি তারিখ ও অবস্থান ঠিক করার পর দ্রুতই সাক্ষাৎ করবেন।
এ সময় ট্রাম্প জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে দক্ষিণ কোরিয়ার সাফল্য উল্লেখ করে বলেছেন, দক্ষিণ কোরিয়া কীভাবে মার্কিন জাহাজ নির্মাণ শিল্পকে সহায়তা করতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য তিনি উন্মুখ।
মঙ্গলবার (৫ নভেম্বর) হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিবিসির তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে ট্রাম্প এরই মধ্যে ২৯৪টি ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি।