Search
Close this search box.
Search
Close this search box.

মেটা’কে দেড় কোটি ডলার জরিমানা করল দক্ষিণ কোরিয়া

 

chardike-ad

অবৈধভাবে ফেইসবুক ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের দায়ে সম্প্রতি মেটাকে দেড় কোটি ডলার জরিমানা করেছে দক্ষিণ কোরিয়ার প্রাইভেসি ওয়াচডগ সংস্থা।

ফেইসবুক ব্যবহারকারীদের কাছ থেকে রাজনৈতিক মতামত ও যৌন সম্পর্ক বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কিত তথ্য’সহ সংবেদনশীল ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ এবং হাজার হাজার বিজ্ঞাপনদাতার সঙ্গে তা শেয়ার করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে মঙ্গলবার এ জরিমানা করেছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা।

সাম্প্রতিক বছরগুলোতে মেটার বিরুদ্ধে দেশটির একাধিক জরিমানার মধ্যে সর্বশেষ ঘটনা এটি বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম এবিসি নিউজ।

ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানাধীন মেটা কীভাবে ব্যক্তিগত তথ্যকে কাজে লাগাচ্ছে তা নিয়ে এরইমধ্যে তদন্তের পরিধি বাড়িয়েছে দেশটির নিয়ন্ত্রক সংস্থাটি।

চার বছরের তদন্তের পর দক্ষিণ কোরিয়ার ‘পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন’ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ২০১৮ সালের জুলাই থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত অবৈধভাবে প্রায় ৯ লাখ ৮০ হাজার ফেসবুক ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য সংগ্রহ করেছে মেটা। যার মধ্যে রয়েছে, তাদের ধর্ম, রাজনৈতিক মতাতম ও তারা সমকামী ছিলেন কি না এমন সব তথ্য।

মেটা প্রায় চার হাজার বিজ্ঞাপনদাতার সঙ্গে ব্যবহারকারীদের এসব ব্যক্তিগত তথ্য শেয়ার করেছে, বলেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

দক্ষিণ কোরিয়ার প্রাইভেসি আইনে কারো ব্যক্তিগত বিশ্বাস, রাজনৈতিক মতামত ও যৌন আচরণ সম্পর্কিত তথ্য জানার ক্ষেত্রে রয়েছে কঠোর সুরক্ষা ব্যবস্থা। এই আইনের আওতায় কোনো কোম্পানিই ব্যক্তির সম্মতি ছাড়া এ ধরনের তথ্যের ব্যবহার বা শেয়ার করতে পারবে না।

কমিশন বলেছে, ফেইসবুক ব্যবহারকারীরা যেসব পেইজে লাইক দিয়েছেন বা যেসব বিজ্ঞাপনে ক্লিক করেছেন সেগুলো বিশ্লেষণ করে এসব সংবেদনশীল তথ্য সংগ্রহ করেছে মেটা।

নির্দিষ্ট ধর্ম, সমকামী, ট্রান্সজেন্ডার ইস্যু ও উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ব্যক্তি, এমন নানা বিষয়ে আগ্রহী ব্যবহারকারীদের শনাক্ত করতে বিভিন্ন বিজ্ঞাপনকে শ্রেণিবদ্ধ করেছে মেটা, বলেছেন এ তদন্তের নেতৃত্ব দেওয়া ও কমিশনের পরিচালক লি ইউন জুং।

“এসব সংবেদনশীল তথ্য সংগ্রহ ও নির্দিষ্ট কাজে ব্যবহার করেছে মেটা। সেইসঙ্গে, তাদের ডেটা নীতিতে এই ব্যবহারের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ নেই এবং ব্যবহারকারীদের কাছ থেকে তাদের তথ্য ব্যবহারের জন্য সম্মতিও নেয়নি কোম্পানিটি।”

লি আরও বলেন, ফেইসবুকের বিভিন্ন নিষ্ক্রিয় পেইজ সরানো বা ব্লক করার মতো মৌলিক সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে মেটা, যা ব্যবহারকারীদের প্রাইভেসিকে ঝুঁকির মধ্যে ফেলেছে। ফলে পরিচয় জাল ও ফেইসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড পুনরায় সেট করার অনুরোধ জানাতে এসব নিষ্ক্রিয় পেইজ ব্যবহার করেছে হ্যাকাররা। যথাযথ যাচাইকরণ ছাড়াই এসব অনুরোধকে অনুমোদন করেছে মেটা। আর এর ফলে দক্ষিণ কোরিয়ার অন্তত ১০ জন ফেইসবুক ব্যবহারকারীর ডেটা লঙ্ঘন করেছে টেক জায়ান্টটি।

এদিকে, দক্ষিণ কোরিয়ায় থাকা মেটা’র কার্যালয় বলেছে, তারা কমিশনের সিদ্ধান্ত ‘সতর্কতার সঙ্গে পর্যালোচনা’ করবে। তবে এ জরিমানার বিষয়ে কোনও মন্তব্য করেনি কোম্পানিটি।