Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশকে ধসিয়ে আফগানিস্তানের জয়

 

chardike-ad

শারজায় বাংলাদেশের অদ্ভুত এক সময় কাটলো। বোলিংয়ে দারুণ শুরুর পর মোমেন্টাম ধরে রাখতে পারেনি। একই অবস্থা ব্যাটিংয়েও। লক্ষ্যটা তেমন কঠিন ছিল না। ২৩৬ রান লাগতো প্রথম ওয়ানডে জিততে। সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে দুটি পঞ্চাশ ছাড়ানো জুটিতে বাংলাদেশকে জয়ের পথেই রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। ২ উইকেটে স্কোর ছিল ১২০। মোহাম্মদ নবীর বলে ৪৭ রানে শান্ত ফিরতেই ধস শুরু।

আল্লাহ গজনফরের স্পিন বিষে নীল বাংলাদেশ। ২৩ রানে হারালো তারা শেষ ৮ উইকেট! ৩৪.৩ ওভারে ১৪৩ রানে অলআউট হলো বাংলাদেশ। ৯২ রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুভ সূচনা করলো আফগানিস্তান।

গজনফর ৬.৩ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ধসিয়ে দেন। এছাড়া রশিদ খান দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন।

এর আগে মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে ৩৫ রানে চার উইকেট হারায় আফগানিস্তান। সেখান থেকে নবী ও হাশমতউল্লাহ শহীদীর শতাধিক রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। শেষ দিকে তাসকিন আহমেদের বোলিংয়ে ২৩৫ রানে অলআউট হয় আফগানরা।