Search
Close this search box.
Search
Close this search box.

অনলাইনে প্রসাধনী কেনার আগে কী কী দেখে নেবেন?

 

chardike-ad

স্মার্টফোনে এক ক্লিকেই এখন বাড়িতে বসে পাওয়া যায় দেশি, বিদেশি ব্র্যান্ডের রকমারি প্রসাধনী। এর সুবিধা অনেক। ঘরে বসেই পছন্দের জিনিস অর্ডার করা যায়, পাওয়া যায়। পছন্দ না হলে ফেরতও দেওয়া যায়। তবে অনলাইনে প্রসাধনী কিনলে কিছু সমস্যা অবশ্যই রয়ে যায়। যেমন ধরা যাক, অনলাইনে লিপস্টিক কিনলেন। মোবাইলের পর্দায় যে রং দেখলেন, ঠোঁটে লাগানোর পর তা বদলে গেল অনেকটাই। একবার খোলা হয়ে গেলে, সেই প্রসাধনী আর ফেরত দেওয়া যাবে না।

ফাউন্ডেশনের ক্ষেত্রেও দোকানে গেলে, শেড হাতে বা গালে দিয়ে দেখার সুযোগ থাকে। ফলে সেটি ত্বকের সঙ্গে মিলছে কি না, বোঝা যায়। কিন্তু, অনলাইনে সেই সুযোগ নেই। এ ছাড়াও, নতুন কোনো ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহারের আগে কীভাবে বুঝবেন, তা ভালো না খারাপ? তাই অনলাইনে প্রসাধনী কেনার আগে যেসব বিষয় দেখে নেবেন।

যেটি সবচেয়ে বেশি বিক্রি

সর্বাধিক বিক্রি হওয়া প্রসাধনীর মধ্যে থেকে জিনিসটি বেছে নেওয়া ভালো। যে কোনো জিনিস ভালো হলে তবেই তার বিক্রি বেশি হয়। যে জিনিসটি কিনতে চাইছেন, সেটি অনলাইন সংস্থায় খুঁজুন। সর্বাধিক বিক্রি হওয়া আইলাইনার বা কাজল অথবা লিপস্টিক এভাবে খোঁজা যেতে পারে। তারপর সেটি সম্পর্কে ক্রেতারা কী বলছেন, দেখে নিন।

বৈশিষ্ট্য

যে প্রসাধনীটি কিনবেন, তার বৈশিষ্ট্যগুলো আগে পড়ে নিন। কাজল কিনতে গেলে, সেটি কতটা গাঢ়, পানি লাগলে উঠে যাবে কি না, ধীরে ধীরে একটু একটু করিয়া ঘেঁটে যাবে কি না, সেগুলো দেখে নিন।

ত্বকের ধরন

যে কোনো প্রসাধনী কেনার আগে তা কেমন ত্বকের জন্য, সে সম্পর্কে নিশ্চিত হওয়া দরকার। ফাউন্ডেশনটি শুষ্ক ত্বকের না তৈলাক্ত ত্বকের জন্য তৈরি, তা না বুঝে কিনলে টাকা নষ্ট হতে পারে। পাশাপাশি, ফাউন্ডেশন কেনার আগে ‘স্কিন টোন’ জানা দরকার। ফাউন্ডেশনের বিভিন্ন শেড রয়েছে। নিজের ‘স্কিন টোন’ না বুঝে কিনলে অসুবিধা হতে পারে।

ব্যবহারকারীরা কী বলছেন?

যে কোনো নতুন ব্র্যান্ডের প্রসাধনী কেনার আগে অবশ্যই ‘রিভিউ’ পড়ে নিন। সেটি সম্পর্কে ক্রেতারা কী বলছেন, ব্যবহারের পর কাঙ্ক্ষিত ফল মিলছে কি না, দেখে নিন। এক নয়, একাধিক ‘রিভিউ’ দেখে তবেই জিনিসটি কিনুন।