Search
Close this search box.
Search
Close this search box.

সাংবাদিক মোল্লা জালাল গ্রেফতার

 

chardike-ad

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) শাহবাগ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালেদ মুনসুর বলেন, সাংবাদিক মোল্লা জালালকে সোমবার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, তার (মোল্ল জালাল) বিরুদ্ধে চারদিন আগে শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একজন ভুক্তভোগী একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে। তবে মামলার বিষয়ে বিস্তারিত জানাননি ওসি খালেদ মনসুর।

সাংবাদিক মোল্লা জালাল ২০১৮ সালের ১৩ জুলাই ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছিলেন মোল্লা জালাল। আর মহাসচিব হয়েছিলেন শাবান মাহমুদ।

মোল্লা জালাল এনএনবি নামের একটি নিউজ এজেন্সির মালিক। তিনি এর সম্পাদক পদেও ছিলেন। বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি পদে আছেন। তিনি গীতিকবি হিসেবেও পরিচিত। সাংবাদিক হিসেবে তিনি সম্প্রতি কোনও প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন না বলে একাধিক সূত্র জানিয়েছে।