নভেম্বরের মধ্যে শহীদদের চূড়ান্ত তালিকা আশা সারজিসের
ছবি: সংগৃহিত

 

নভেম্বরের মধ্যে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের চূড়ান্ত তালিকা তৈরি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেছেন, ‘শহীদদের একটি স্বচ্ছ তালিকা আমরা চাই, যেন বাছাইকরণ প্রক্রিয়াটাও স্বচ্ছ হয়। ভুয়া কেউ যেন এই তালিকায় ঢুকে না যায়। আশা করছি, নভেম্বরের মধ্যেই আমরা তা করতে পারব।’

chardike-ad

শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে শহীদদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা কার্যক্রমে যোগ দিয়ে সার্জিস এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘এই ফাউন্ডেশনকে আমরা জীবনের বিনিময়ে হলেও বাঁচিয়ে রাখব। এই ফাউন্ডেশনের কাজ মাত্র শুরু হয়েছে। কিছুটা গছিয়ে উঠতে পারলে ধীরে ধীরে সব শহীদ ও আহত ভাইয়ের বাড়িতে যাব। পর্যায়ক্রমে তাদের জন্য কাজ করব।’

তিনি বলেন, ‘শহীদদের পরিবারের অন্তত একজনের চাকরির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। যাঁরা আহত হয়েছেন, তাঁদের পুনর্বাসনেও কাজ করবে এই ফাউন্ডেশন। এ ছাড়া তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে বিভিন্ন পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ উপস্থিত ছিলেন।