অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অনবদ্য অভিনয় দেখিয়ে নজরে আসেন দর্শকের। এর আগে কান চলচ্চিত্র উৎসবেও কুড়িয়েছেন প্রশংসা। সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলন থেকে শুরু করে ভয়াল বন্যা পরিস্থিতিতেও সক্রিয় অবস্থানে থেকেছেন বাঁধন। দেশে সেবামূলক, নারী ও শিশুদের জন্য কল্যাণমুখী নানা কর্মকাণ্ডেও যুক্ত তিনি।
১৯৮৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন বাঁধন। যদিও বাবার চাকরির সুবাদে রাজবাড়ী, ভোলাসহ দেশের বিভিন্ন জেলায় বেড়ে উঠেছেন তিনি।। সে হিসেবে ৪০ বছর পেরিয়ে ৪১তম বছরে পা দিলেন এই অভিনেত্রী।
এই বিশেষ দিনে নিজের অতীত ও পরিশ্রমসহ নানা বিষয়ে কিছু অজানা কথা মাঝে ভাগ করে নিলেন অভিনেত্রী। সেই সঙ্গে তিনি বলে দিলেন, জীবনে বয়স কোনো ব্যাপার না, ৪০ বছরে পা দিয়েও তিনি জীবন শুরু করলেন মাত্র।
জন্মদিনের প্রথম প্রহরে সোশ্যাল হ্যান্ডেলে বাঁধন জানিয়ে দিলেন, ‘কী বিস্ময়কর এক ভ্রমণ ছিল! তবে সবসময় সেটি মসৃণ ও শান্তিপূর্ণ ছিল না; বেশিরভাগই উৎকণ্ঠা আর বন্ধুর ছিল। কখনও জিতেছি, ব্যর্থ হয়েছি, কেঁদেছি, হেসেছি, সংগ্রাম করেছি, অর্জন করেছি এবং জীবনের ৪০ বছর শেষে এই বাঁধনই আছি! আমি সত্যিই বিশ্বাস করি এটা জীবনের শুরু মাত্র! নিজেকে নিয়ে আমি বেশ গর্বিত এবং আমি আমার মতোই থাকবো সবসময়।’
বাঁধন আরও লেখেন, ‘জীবনের শুরু থেকেই এটি আমি বিশ্বাস করি যে, আমি নিজেকে নিয়ে গর্বিত। এবং আমি আমার জন্য সর্বদা নিবেদিত।’
শেষে এক বাক্যে বিশেষ এক কথায় বাঁধন লেখেন, ‘যখন আমি চুপ থাকি, এর মানে নিশ্চয়ই নতুন কিছু আসছে। শুধু অপেক্ষা করুন।’
চলতি বছরের শুরুর দিকে শোনা গিয়েছিল টলিউড নির্মাতা প্রসেনজিৎ বিশ্বাসের অ্যান্থোলজি ফিল্ম ‘ফেয়ার অ্যান্ড আগলি’র একটি গল্পে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বাঁধন। তবে কি নীরবতা শেষে এই সিনেমার চমক নিয়েই সামনে দাঁড়াবেন বিপ্লবী বাঁধন।
উল্লেখ্য, লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন আজমেরী হক বাঁধন। অভিনয় ক্যারিয়ারে এখন পর্যন্ত বহু নাটক ও টেলিফিল্ম উপহার দিয়েছেন। পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রে। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।