Search
Close this search box.
Search
Close this search box.

ব্যালন ডি’অর আজ কার হাতে উঠবে

 

chardike-ad

একটা সময় ব্যালন ডি অর মানেই ছিল মেসি-রোনালদোর রাজত্ব। তবে অবসান ঘটতে যাচ্ছে সেই গৌরবের। এবার বর্ষসেরা পদকের সংক্ষিপ্ত তালিকাতেই নেই এই দুই তারকা ফুটবলারের নাম। ব্যালন ডি’অরের স্পট লাইটে এবার ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, জুড বেলিংহ্যাম এবং দানি কারভাহাল। তবে এই দৌঁড়ে সবার থেকে এগিয়ে আছেন রিয়াল তারকা ভিনি।

আজ প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালন ডি’অর-এর এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কোটি ফুটবলপ্রেমীর চোখ খুঁজবে একজনকেই। যার হাতে উঠবে ফুটবল সেরার স্বীকৃতি ব্যালন ডি’অর। ২০২৩-২৪ মৌসুমের বিজয়ীদের বেছে নিবেন প্রখ্যাত সাংবাদিকরা। বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হবে এই পুরস্কার। সেরা পুরুষ ফুটবলার ব্যালন ডি’অর, সেরা নারী ফুটবলার ব্যালন ডি’অর ফ্যামিনিন, সেরা স্কোরার গার্ড মুলার অ্যাওয়ার্ড, মানবিকতা প্রদর্শনকারী ফুটবলার সক্রেটিস অ্যাওয়ার্ড, সেরা উদীয়মান ফুটবলার কোপা অ্যাওয়ার্ড। পাশাপাশি থাকছে পুরুষ ও নারী ক্যাটাগরিতে সেরা ক্লাব ও কোচের অ্যাওয়ার্ড।

এবারের শ্রেষ্ঠত্বের দৌড়ে সবার থেকে এগিয়ে ভিনি। রিয়ালের হয়ে ২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত ফুটবল উপহার দেন তিনি। ৩৯ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি করিয়েছেন ১১টি। রিয়ালের স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়কও ছিলেন এই ব্রাজিল ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করে হন আসরের সেরা খেলোয়াড়।

ভিনির ব্যালন ডি’অর জয়ে সবচেয়ে বড় বাধা হতে পারেন রদ্রি। সিটির এই তারকাকে বিশ্বসেরা মিডফিল্ডারের তকমা দিয়েছেন পেপ গার্দিওয়ালা। গত বছর ম্যানসিটির ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে রদ্রির নৈপুণ্যে ইউরো কাপেও সেরা তারকা হন তিনি।

পিছিয়ে নেই জুড ব্যালিংহ্যামও। রিয়ালের হয়ে লা লিগায় করেছেন ১৯ গোল। পাশাপাশি পেয়েছেন ভেল্যুয়েবল ফুটবলারের তকমা। গত মৌসুমে ইউরো কাপে ইংল্যান্ডকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন বেলিংহ্যাম।

আজ রাত ১টা ৪৫ মিনিটে প্যারিসের থিয়েটার দু শাটলেটে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যামে প্রদান করা হবে এবারের ব্যালন ডি’অর পুরস্কার। দেখা যাক, কার হাতে ওঠে সেরার পুরস্কার।