কর্পোরেট গোষ্ঠীর হাতে জিম্মি নয় অন্তর্বর্তী সরকার, সাফ জানিয়ে দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। ব্যক্তি কিংবা কর্পোরেট গ্রুপ পণ্যের দাম নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দিয়েছেন। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালযের টিএসসি মিলনায়তনে ভোক্তা অধিকার সম্মেলনে যোগ দেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরাসরি কৃষক থেকে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছে দিতে ঋণ দেয়ার পাশাপাশি সবরকম সহায়তা করবে সরকার। এক্ষেত্রে সিন্ডিকেট ভেঙ্গে দিতে কাজ করবে সরকার।
সরকারি চাকুরিজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, পদোন্নতির জন্য কারো পিছনে ঘোরার প্রয়োজন নেই। জনগণের কল্যানে কাজের মাধ্যমে পদোন্নতি হবে।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠান নয়, ব্যক্তি অপরাধের জন্য ব্যক্তি শাস্তি পাবে। তাই কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই। ভোক্তা অধিকার আইনের কঠোর প্রয়োগ করা হবে বলেও জানান উপদেষ্টা।