Search
Close this search box.
Search
Close this search box.

ভারত-চীন বৈঠক

 

chardike-ad

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং দীর্ঘ পাঁচ বছর পর মুখোমুখি দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বুধবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কাজান শহরে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি বৈঠকে দুই দেশের সীমান্তে শান্তি ফিরিয়ে আনার ওপরেই সবচেয়ে বেশি জোর দিয়েছেন।

আন্তর্জাতিক বিশ্বে চীন ও ভারত উভয়েরই কিছু ‘গুরুত্বপূর্ণ দায়িত্ব’ আছে বলে উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।

উল্লেখ্য, নরেন্দ্র মোদি ও সি চিনপিং শেষবার বৈঠকে বসেছিলেন ২০১৯ সালের নভেম্বরে ব্রাসিলিয়াতে। সেটাও ছিল ব্রিকস শীর্ষ সম্মেলন, যার আয়োজন করেছিল ব্রাজিল। মোদি-সি’র সেই বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল ওই সম্মেলনের অবকাশেই।

২০২০ সালের জুনে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর থেকেই দুই দেশের সম্পর্ক একরকম তলানিতে ঠেকেছিল। তারপর এই প্রথম ভারত ও চীনের সর্বোচ্চ নেতারা নিজেদের মধ্যে বৈঠকে বসলেন।