Search
Close this search box.
Search
Close this search box.

মুক্তির আগেই ১ হাজার ৪০০ কোটি আয় ‘পুষ্পা ২’-এর!

 

chardike-ad

ভারতীয় সিনেমার দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কয়টি সিনেমার জন্য তার অন্যতম একটি ‌‘পুষ্পা ২’। এ ছবির প্রথম পার্টটি মুক্তির পর বিশ্বজুড়েই দারুণ সাড়া ফেলে। কোটি কোটি রুপি আয় করে আল্লু অর্জুন ভেঙে দেন অনেক তারকার আয়ের রেকর্ড। এখন অপেক্ষা চলছে দ্বিতীয় কিস্তির। সুকুমার পরিচালিত সিনেমাটির দ্বিতীয় কিস্তি নিয়ে কাজ শুরু হয়েছে বেশ আগেই। এর একেকটি ঝলক প্রকাশ হওয়ার পর থেকে এটি দর্শক মনে ব্যাপক সাড়া ফেলে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুক্তির আগেই ১ হাজার ৪০০ কোটি রুপি আয় করেছে ‘পুষ্পা ২’!

মুক্তির পর প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিল সুকুমারের দক্ষিণি ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’। ২০২১ সালে করোনা-পরবর্তী সময়ে মূলত ছবিটি দিয়েই ভারতীয় সিনেমায় দর্শক ফিরেছিল। এর পর থেকেই অপেক্ষা ছিল পরের কিস্তির, কয়েক দফা পেছানোর পর অবশেষে আগামী ৬ ডিসেম্বর আসছে ‘পুষ্পা : দ্য রুল’।

মুক্তির আগেই ‘পুষ্পা ২’ এই বিপুল আয় করেছে মূলত বিভিন্ন স্বত্ব বিক্রি করে। ফলে এই ছবি যে মুক্তির আগেই ‘ব্লকবাস্টার’, তা বলাই যায়। সূত্রের খবর, ৫০০ কোটি রুপি বাজেটে তৈরি হয়েছে ‘পুষ্পা ২’। কিন্তু এখন পর্যন্ত এই ছবি প্রযোজনা সংস্থার ঘরে তার দ্বিগুণ টাকা ফিরিয়ে দিয়েছে।

একটি সমীক্ষায় দাবি করা হয়েছে, প্রেক্ষাগৃহে বিভিন্ন ভাষায় ‘পুষ্পা ২’ প্রদর্শনের স্বত্ব নির্মাতারা ৬৬০ কোটি রুপিতে বিক্রি করেছেন। এর মধ্যে তেলেগু ভাষার স্বত্ব বিক্রি করা হয়েছে ২২০ কোটি রুপিতে। ছবির হিন্দি সংস্করণের স্বত্ব বিক্রি করা হয়েছে ২০০ কোটি রুপিতে। অন্যদিকে তামিল ভাষার জন্য নির্মাতারা নিয়েছেন ৫০ কোটি রুপি।

আন্তর্জাতিক পরিবেশনার স্বত্ব বিক্রি করা হয়েছে ১৪০ কোটি রুপিতে। এখানেই শেষ নয়, এই ছবির ওটিটি, স্যাটেলাইট ও সংগীতের স্বত্ব বিক্রি হয়েছে মোট ৪২৫ কোটি রুপিতে। একটি ওটিটি মাধ্যম ছবিটি ২৭৫ কোটি রুপিতে কিনেছে। ছবির সংগীত ও স্যাটেলাইট স্বত্ব বিক্রি করা হয়েছে যথাক্রমে ৬৫ এবং ৮৫ কোটি রুপিতে।